×

অপরাধ

পাঁচ ভাইয়ের পর আহত রক্তিমকেও বাঁচানো গেল না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৫ পিএম

পাঁচ ভাইয়ের পর আহত রক্তিমকেও বাঁচানো গেল না

কক্সবাজারের চকরিয়ার পিকআপ চাপায় নিহত পাঁচ ভাইয়ের শ্রাদ্ধে মা মানু রানী সুশীল এবং নিহত পাঁচজনের স্ত্রী-সন্তানরা

পাঁচ ভাইয়ের পর আহত রক্তিমকেও বাঁচানো গেল না

কক্সবাজারের চকরিয়ার পিকআপ চাপায় নিহত পাঁচ ভাইয়ের শ্রাদ্ধে মা মানু রানী সুশীল এবং নিহত পাঁচজনের স্ত্রী-সন্তানরা (ইনসেটে রক্তিম শীল)। ছবি: সংগৃহীত

মৃত্যুশোক যেন কাটছে না কক্সবাজারের চকরিয়ায় ডা. সুরেশ চন্দ্র শীলের পরিবারের। এবার পৃথিবী থেকে বিদায় নিলেন পিকআপের ধাক্কায় আহত আরেক ভাই রক্তিম শীলও।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে একটি পিকআপভ্যানের চাপায় ঘটনাস্থলে নিহত হন চার ভাই। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরেক ভাইও মারা যান। তারা হলেন- নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৭), চম্পক শীল (৩০) ও অনুপম শীল (২২)। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্মরণ শীল (৩২)।

গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলেন রক্তিম শীল ও হীরা শীল। তাদের মধ্যে আজ মারা যান রক্তিম শীল।

পড়ুন : বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন ৫ ভাই

এ ঘটনায় ওই রাতেই নিহতদের আরেক ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপভ্যান চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেপ্তার করে র‌্যাব।

পড়ুন : চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ভাইয়ের শ্রাদ্ধ সম্পন্ন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App