×

রাজধানী

টিকা না নিলে মালিক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫ পিএম

টিকা না নিলে মালিক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, করোনা ভাইরাসের টিকা না নিলে দোকানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে 'টিকা নিন, টিকা নিন' গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, টিকা না নিলে আপনাকে (কর্মচারী) দোকান মালিক কিন্তু চাকরিতে রাখতে পারবে না। মালিক যদি চাকরিতে রাখে তাহলে তারও অসুবিধা আছে। টিকা না নিলে দোকান মালিক ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা টিকা নিতে অনিচ্ছুক তাদের জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App