×

খেলা

কিংস অ্যারেনায় বসুন্ধরার জয়যাত্রা অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৭ পিএম

কিংস অ্যারেনায় বসুন্ধরার জয়যাত্রা অব্যাহত

রহমতগঞ্জের জালে বল পাঠিয়ে আনন্দে মাতোয়ারা বসুন্ধরার রবসন রবিনিও

বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে মঙ্গলবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-২ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। কিংসদের হয়ে একটি করে গোল করেছেন রবসন রবিনিও, মোহাম্মদ ইব্রাহিম, ইয়াসিন আরাফাত। অপরদিকে রহমতগঞ্জের হয়ে জোড়া গোল করেছেন সানডে চিজুবা। বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ভেন্যু হিসেবে স্বাগতিকদের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হয়েছিল ইব্রাহিমরা। স্বাগতিকদের ভেন্যুতে প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক ম্যাচে স্মরণীয় করে রেখেছে তপু বর্মন-তারিক কাজিরা। ঘরের

মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে প্রথম ম্যাচের দারুণ জয় একটু বেশি অনুপ্রেরণা দিচ্ছিল স্বাগতিকদের। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বসুন্ধরাকে শুরুতেই থমকে দিয়েছিল রহমতগঞ্জ। বুড়িগঙ্গার পাড়ের ক্লাবটির নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজুবার কাছেই দুই গোল হজম করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। লাল-সাদা জার্সিধারীদের অবাক করে দিয়ে ম্যাচের ২৮ মিনিটেই রহমতগঞ্জকে এগিয়ে দেন চিজুবা। রহমতগঞ্জের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণের কর্নার কিক বক্সে পেয়ে দারুণ হেডে জিকোকে পরাস্ত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজুবা। তবে কিংসদের ম্যাচে ফিরতে বেশ একটা সময় লাগেনি। প্রথম গোল হজম করার মাত্র চার মিনিটের মধ্যেই সমতায় ফেরান বসুন্ধরার অধিনায়ক রবসন রবিনিও। বসুন্ধরা কিংস একটি সংঘবদ্ধ আক্রমণ করে দুই দফা রহমতগঞ্জের ডিফেন্ডাররা গোললাইন ক্লিয়ার করেন। সেই আক্রমণেই মাসুক মিয়া জনির বাড়িয়ে দেয়া বলে ডি-বক্সের বাঁ প্রান্ত দিয়ে গোলপোস্টের একদম উপরের কর্নার দিয়ে বলকে জালে পাঠান রবিনিও। ম্যাচের ৩২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনিওর গোলে পিছিয়ে থাকা বসুন্ধরা কিংস ১-১ গোলে সমতায় ফেরে।

এরপর ৪৪ মিনিটে লিড পায় বসুন্ধরা কিংস। রবসন রবিনিওর লং পাসে ডি-বক্সে থেকে ডান পায়ের দারুণ শটে গোলরক্ষক তুষারকে পরাস্ত করেন মিডফিল্ডার ইব্রাহিম। প্রথমার্ধের ইনজুরি সময়ে ফিলিপ আদজাকে নিজেদের বক্সে ফাউল করেন তারিক কাজী। রহমতগঞ্জের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরান সানডে চিজুবা। ২-২ গোলের সমতা নিয়ে কিংসদের মাঠে বিরতিতে যায় সৈয়দ গোলাম জিলানির শিষ্যরা।

বিরতির পর বসুন্ধরা কিংসের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে রহমতগঞ্জ। দুই দলই গোল বাড়ানোর চেষ্টা করেছে। কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ডিফেন্ডার ইয়াসিন আরাফাতকে মাঠে নামান। সেই ইয়াসিনই ম্যাচের জয়সূচক গোলটি করেন। ৭৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে রবিনহোর কর্নার থেকে বক্সে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে গোল করেন ইয়াসিন আরাফাত। তবে রহমতগঞ্জের ম্যাচ এখানেই শেষ হয়নি। আবারো সমতায় ফেরানো সুযোগ পেয়েছিলেন চিজুবা। ম্যাচের ৮৮ মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকেও হ্যাটট্রিকের সুযোগ মিস করেন তিনি। দুই মিনিট পরই আবারো সমতায় ফেরার সুযোগ পেয়েছিলেন ফিলিপ আদজা। আদজার শট দারুণভাবে আটকে দিয়েছিল আনিসুর রহমান জিকো। নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের জয় নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে বসুন্ধরা কিংস।

প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয় দিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা স্মরণীয় করে রেখেছিল বসুন্ধরা কিংস অ্যারেনার অভিষেক। ৩-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেলেও অ্যারেনায় প্রথম ম্যাচেই কলঙ্কের দাগ লেগেছে। ম্যাচের শেষ গোলটি এসেছিল পেনাল্টি থেকে। এ পেনাল্টি নিয়ে সব বিতর্কের জন্ম। অধিকাংশ ফুটবল বিশারদরাই বলেছিলেন সেটি পেনাল্টি দেয়ার মতো ফাউল ছিল না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান চেয়ারম্যানও এমন কথা বলেন। রেফারিদের নির্দেশ করে তিনি বলেছেন, পুলিশের বিপক্ষে বসুন্ধরার ম্যাচে রেফারি বসুন্ধরার পক্ষে বাঁশি বাজিয়েছেন। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের প্রথম ম্যাচ নিয়ে নানা গুঞ্জন থাকলেও এ দায় একান্তই রেফারির। পাঁচ দিনের ব্যবধানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল স্বাগতিকরা। কিংসদের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেলেও রহমতগঞ্জ উপর্যুপরি তাদের আগমনী বার্তা দিচ্ছে।

কাগজ-কলমে বসুন্ধরা কিংসের থেকে রহমতগঞ্জ অনেক পিছিয়ে। তবে পুরান ঢাকার দলটি তাদের সামর্থ্যরে প্রমাণ দিয়ে যাচ্ছে শেষ কয়েক ম্যাচে। এর আগের ম্যাচেও ২ গোলে পিছিয়ে থেকে শেষ মুহূর্তে গিয়ে শেখ জামালের নিশ্চিত জয় কে ৩-৩ গোলে রুখে দিয়েছে চিজুবারা। এ ম্যাচেও বসুন্ধরার বিপক্ষে প্রথম লিড তুলে নিয়েছিল তারা। পরবর্তী সময়ে বসুন্ধরা ২-১ গোলের লিড নিলেও বিরতির আগেই সমতায় ফেরেছে জিলানির শিষ্যরা। কিন্তু ৭৫ মিনিটে ইয়াসিন আরাফাতে গোল হজম করার পর সুযোগ তৈরি করেও আর সমতায় ফেরতে পারেনি সফরকারীরা। এর ফলে পঞ্চম রাউন্ডের প্রথম ম্যাচেই বসুন্ধরা কিংস জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে।

৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অস্কার ব্রুজনের দল। তার পরেই ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড ঢাকা। কিংসরা শীর্ষে উঠলেও আবার দুইয়ে নেমে যাওয়ার শঙ্কা আছে। আজ সিলেটে আবাহনী যদি নিজেদের হোমভেন্যুতে মোহামেডানকে হারিয়ে দিতে পারে তাহলে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়নরাই শীর্ষস্থান দখল করবে আবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App