×

খেলা

টি-টোয়েন্টি দলে ফিরলেন মুশফিক-লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৩ পিএম

টি-টোয়েন্টি দলে ফিরলেন মুশফিক-লিটন

মুশফিকুর রহিম ও লিটন দাস

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার সিরিজ শুরুর আগে ক্রিকেটপ্রেমীদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুদলের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নির্দিষ্ট আসনের ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করাতে সরকারের সঙ্গে আলোচনা করছে বিসিবি। এছাড়া সোমবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগারদের টি-টোয়েন্টি দলে বেশ কিছু চমক দেখা গেছে। যার মধ্যে অন্যতম দলে ডাক পেয়েছেন বিপিএল মাতানো মুনিম শাহরিয়ার। ২৩ বছর বয়সি মারকুটে এই ওপেনার সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের জার্সি গায়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন। এর সুবাদেই সুখবর পেলেন মুনিম।

মুনিম ছাড়াও দলে ফিরেছেন লিটন দাস, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। আগামী ৩ ও ৫ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এছাড়া সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের জার্সি গায়ে ব্যাট হাতে দারুণ ফর্ম দেখিয়েছেন ইয়াসির রাব্বি। ফলে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে রেখে দিয়েছেন নির্বাচকরা।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকাদের মধ্যে বাদ পড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান ও আকবর আলি।

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশ দাপট দেখিয়েছেন মুনিম-রাব্বি। ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছেন মুনিম শাহরিয়ার। তবে সেটি ১৫২ স্ট্রাইকরেটে। প্রতি ম্যাচেই বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেয়ার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেন তিনি।

অন্যদিকে খুলনা টাইগার্সের হয়ে রাব্বি পুরো আসরে ১১ ম্যাচ খেলে প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ২১৯ রান করেছেন। তাই আফগানদের বিপক্ষে পরখ করতে চান নির্বাচকরা।

এছাড়া বিপিএল টুর্নামেন্ট শেষে বিশ্রামের ফুসরত পায়নি টাইগাররা। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। যার শুরুটা ওয়ানডে সিরিজ দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে। আফগানদের বিপক্ষে ঘরের মাঠে সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় টাইগাররা।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App