×

জাতীয়

বইমেলায় হঠাৎ বৃষ্টিতে ছন্দপতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৮ পিএম

বইমেলায় হঠাৎ বৃষ্টিতে ছন্দপতন
বইমেলায় হঠাৎ বৃষ্টিতে ছন্দপতন

বই মেলায় হঠাৎ বৃষ্টি থেকে রক্ষা পেতে বইয়ের স্টলের ভেতরে আশ্রয় নিচ্ছে দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত

বইমেলায় হঠাৎ বৃষ্টিতে ছন্দপতন

বই মেলায় হঠাৎ বৃষ্টি থেকে রক্ষা পেতে বইয়ের স্টলের ভেতরে আশ্রয় নিচ্ছে দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত

বইমেলায় হঠাৎ বৃষ্টিতে ছন্দপতন

রবিবার বিকেলে বৃষ্টি থেকে রক্ষায় ভোরের কাগজ প্রকাশনার স্টল বন্ধ থাকে কিছুক্ষণ। ছবি: ভোরের কাগজ

বইমেলায় হঠাৎ বৃষ্টিতে ছন্দপতন

বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে কেউ কেউ মাথার ওপর মেলে ধরে ছাতা। ছবি: ভোরের কাগজ

বইমেলা যেন ঘরবন্দী মানুষের কাছে আশীর্বাদ হয়ে এসেছে। ঘরে আটকে থাকা ছেলেমেয়েদের কাছে বইমেলা অনেকটা মুক্তির আনন্দ নিয়ে এসেছে। ফলে, শুরু থেকে মানুষের আনাগোনায় জমে উঠেছে বইমেলা। কিন্তু আজ বিকেলের বৃষ্টি যেন সে আনন্দে ছাই ঢেলে দিল। অথচ বিকেলের আকাশজুড়ে মিষ্টি রোদ ছিল, মেলা প্রাঙ্গনজুড়ে দর্শনার্থীও ছিল। বিক্রিসহ সবই ঠিকটাক চলছিল। তবে এরই মধ্যে আকাশজুড়ে হঠাৎ মেঘের আনাগোনা। আর বাগড়া দিল বেরসিক বৃষ্টির হানা, সঙ্গে ঝড়ো বাতাস। এতে প্রকাশকরা হকচকিয়ে গেলেন। প্রকৃতির এমন বিরূপতায় শংকিত প্রকাশকদের কেউ কেউ স্টলের দ্বার খোলেননি। কেউ কেউ বইপত্র পলিথিনের চাদরে ঢেকে দিয়ে স্টলের এক পাশে বসে আছেন কখন বৃষ্টি যাবে। কেউ কেউ দেখা গেল বৃষ্টির মধ্যেও ঝাপ ফেলা প্যাভিলিয়নে দাঁড়িয়ে কেনাকাটায় ব্যস্ত।

[caption id="attachment_336133" align="aligncenter" width="1280"] বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে কেউ কেউ মাথার ওপর মেলে ধরে ছাতা। ছবি: ভোরের কাগজ[/caption]  

সোমবার (২০ ফেব্রুয়ারি ) বিকালে অমর একুশে বইমেলায় এমনই দৃশ্য দেখা গেছে।

[caption id="attachment_336103" align="aligncenter" width="700"] রবিবার বিকেলে বৃষ্টি থেকে রক্ষায় মেলায় বইয়ের স্টলের সামনে ঝুলিয়ে দেয়া হয় পলিথিন। ছবি: ভোরের কাগজ[/caption]

জানতে চাইলে কথাপ্রকাশের বিক্রয়কর্মী সাজেদ রহমান বললেন, বিক্রিটা বেশ জমে উঠেছিল। বৃষ্টির বাগড়ায় একেবারে ছন্দপতন ঘটল। আশাকরি মেঘ কেটে যাবেই। সমগ্র প্রকাশনীর কর্নধার শওকত আলী তারা বলেন, বৃষ্টির উপর কারো হাত নেই। এক্ষেত্রে সবার সতর্ক অবস্থানে থাকতে হবে। যাতে বইয়ের কোনো ক্ষতি যাতে না হয়।

[caption id="attachment_336111" align="aligncenter" width="700"] বই মেলায় হঠাৎ বৃষ্টি থেকে রক্ষা পেতে বইয়ের স্টলের ভেতরে আশ্রয় নিচ্ছে দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত[/caption]

জয়তী প্রকাশনীর মাজেদুল হাসান পায়েল বলেন, প্রতি বছর এই সময়ে বৃষ্টি হয়ই। এ প্রতিকুলতাকে মেনে নিতে হবে। আশাকরি বৃষ্টির ঘনঘটা বেশিক্ষণ থাকবে না। এবারের মেলার সফলতা বৃষ্টি নয়, কোনো দুর্যোগই ঠেকাতে পারবে না। শুরুর দিকে স্বাস্থ্যবিধির প্রতি দর্শনার্থীদের অনীহা থাকলেও এখন প্রায় ৮০ শতাংশ মানুষই মেলায় স্বাস্থ্যবিধি মেনেই ঘুরছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App