×

শিক্ষা

একদিন পিছিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু ২ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

পবিত্র শবে মেরাজের কারণে ১ মার্চের পরিবর্তে একদিন পিছিয়ে ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাই আগামী ২ মার্চ থেকে শুরু হবে সশরীরে ক্লাস।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই দিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে। তবে দুই ডোজ টিকা নেয়া ছাড়া শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবে না। শিক্ষামন্ত্রী গত ১৭ ফেব্রুয়রি এ ঘোষণা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App