×

জাতীয়

শহীদ মিনারে থাকবে ৬ স্তরের নিরাপত্তাবেষ্টনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৭ পিএম

শহীদ মিনারে থাকবে ৬ স্তরের নিরাপত্তাবেষ্টনি

শনিবার সকালে প্রেস ব্রিফিং করেন ডিএমপি ঢাকা কমিশনার মোহা. শফিকুল ইসলাম

ডিএমপি ঢাকা কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ও চলাচলে বিধিনিষেধ থাকবে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছয় স্তরের নিরাপত্তাবেষ্টনি গৃহীত হয়েছে। ইউনিফর্ম পরা পুলিশ, সাদা পোশাকের পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাব এবং সোয়াটের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, শহীদ মিনারে ব্যাগ আনা যাবে না। নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এছাড়া শহীদ মিনারে ব্যক্তিগত পর্যায়ে দুজন এবং সাংগঠনিকভাবে পাঁচজন শ্রদ্ধা নিবেদন করতে আসতে পারবেন।

রুটম্যাপ মেনে যেতে হবে শহীদ মিনারে

বরাবরের মতো এবারও শহীদ মিনারে যেতে রুটম্যাপ তৈরি করা হয়েছে। একুশের প্রথম প্রহর থেকে এ রুটম্যাপ ব্যবহার করে শহীদ মিনারে যাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরর জনসংযোগ দপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App