×

আন্তর্জাতিক

ব্রাজিলে ভূমিধস-বন্যায় মৃত্যু বেড়ে ১৩৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৭ পিএম

ব্রাজিলে ভূমিধস-বন্যায় মৃত্যু বেড়ে ১৩৬

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের পেট্রোপলিসে ভূমিধসে ক্ষতিগ্রস্থ এলাকা। ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের পেট্রোপলিসে ভূমিধস ও বন্যায় মৃত্যু বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ব্রাজিল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর আনাদেলুর।

খবরে বলা হয়, এখন পর্যন্ত ২১৩ জন নিখোঁজ রয়েছেন। আর ৯৬৭ জনকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। কর্তৃপক্ষ ওই অঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত জায়গায় যাওয়ার আহবান জানিয়েছে।

বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলো সহায়তাকেন্দ্রে রূপ নিয়েছে। যেখানে গৃহহীনরা আশ্রয় নিচ্ছেন এবং যাদের প্রয়োজন সেখান থেকে তাদের সহায়তা দেয়া হচ্ছে। পর্যটকদের জন্য পেট্রোপলিস জনপ্রিয় একটি গন্তব্য। একসময় ব্রাজিলের সম্রাট গ্রীষ্মকাল এলে পাহাড়ি এই শহরটিতে এসে থাকতেন। তবে এই এলাকাটি ভূমিধসপ্রবণ।

এর আগে ২০১১ সালে এই এলাকায় বন্যায় নয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল, নিখোঁজ ছিলেন শতাধিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App