×

সাহিত্য

বইমেলায় মাস্ক না পরায় জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৮ পিএম

বইমেলায় মাস্ক না পরায় জরিমানা

বাংলা একাডেমির আয়োজনে চলছে অমর একুশে বইমেলা। ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান একুশে বইমেলায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মেলায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে এ অভিযান চালানো হয়।

এ সময় স্বাস্থ্যবিধি না মানায় দর্শনার্থী ও প্রকাশনীর বিক্রয় প্রতিনিধিদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রকাশনীগুলোর স্টলগুলো ঘুরে বিক্রয় প্রতিনিধিরা মাস্ক পরছেন কি না, তা পর্যবেক্ষণ করা হয়। স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ছয়জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

বইমেলা কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় অংশ নিতে হবে দর্শনার্থীদের। আর বই বিক্রেতার জন্য বাধ্যতামূলক মাস্ক পরিধান, টিকা সনদ যাচাইয়ের নির্দেশনা দিয়েছিল মেলা কর্তৃপক্ষ।

অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার। তিনি বলেন, মানুষকে সচেতন করতেই এ অভিযান চালানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App