×

সারাদেশ

নাটোর আ.লীগের সম্মেলন ঘিরে সংঘর্ষে আহত ২৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৭ পিএম

নাটোর আ.লীগের সম্মেলন ঘিরে সংঘর্ষে আহত ২৮

নাটোর সার্কিট হাউস

নাটোর আ.লীগের সম্মেলন ঘিরে সংঘর্ষে আহত ২৮

ছবি: সংগৃহীত

জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আগের দিন উত্তপ্ত হয়ে উঠেছে নাটোর। দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন পদপ্রত্যাশী নেতা-কর্মীরা। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে নাটোর সার্কিট হাউস এলাকায় সংঘর্ষ হয়। জেলা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম ও শরিফুল ইসলামের নেতা-কর্মীদের মধ্যে সন্ধ্যার সংঘর্ষটি হয়। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ওই সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। এর আগে বেলা একটার দিকে সম্মেলনকে ঘিরে অপর এক সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও জেলা পুলিশ সূত্রে জানা যায়, রোববার নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামালসহ কেন্দ্রীয় নেতারা শনিবার সন্ধ্যা ছয়টায় সার্কিট হাউসে পৌঁছান। এ সময় শফিকুল ও শরিফুলের কর্মী–সমর্থকেরা প্ল্যাকার্ড হাতে মিছিল শুরু করেন। এ সময় ফুল দিয়ে কে আগে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাবেন, তা নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ সদস্যরা তাঁদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে প্ল্যাকার্ডের লাঠি নিয়ে দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়।

[caption id="attachment_335975" align="aligncenter" width="700"] নাটোর সার্কিট হাউস[/caption]

আহত ব্যক্তিদের মধ্যে নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলামের সমর্থক নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংসদ শফিকুলের ভাগনে ও কাউন্সিলর নাফিউল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। উপস্থিত সবাইকে স্লোগান বন্ধ করে সার্কিট হাউস ত্যাগ করার নির্দেশ দেন তিনি। অন্যথায় পুলিশ অভিযান শুরু করবে বলেও হুমকি দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App