×

সারাদেশ

ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৪ পিএম

ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শনিবার শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে একটি মাদি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়। ছবি: ভোরের কাগজ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে বন্যহাতির একটি মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী আঠার ঝুড়া নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত মাদি হাতিটির বয়স ১০ বছর। রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ জানান, শুক্রবার সন্ধ্যায় তারা আঠার ঝুড়ায় একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকার বিষয়ে জানতে পারেন। এলাকাটি গভীর অরণ্য হওয়ায় রাতে খোঁজখবর নেয়া যায়নি। আজ শনিবার সকালে বনবিভাগের বালিজুরি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের নেতৃত্বে বন কর্মচারীরা হাতির মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন, শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ ও থানার পুলিশ উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমানসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রানীসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ময়নাতদন্তের পর মৃতদেহটি মাটিচাপা দেয়া হয়। উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন জানান, মৃত হাতিটির দেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফুড পয়জনিংয়ের কারনে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App