×

আন্তর্জাতিক

সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রথম নৌমহড়ায় ইসরায়েল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৭ পিএম

সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রথম নৌমহড়ায় ইসরায়েল

যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রথম নৌমহড়ায় ইসরায়েল। ফাইল ছবি

মার্কিন নেতৃত্বাধীন সামরিক মহড়ায় পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে অংশ নিয়েছে ইসরাইলি নৌবাহিনী। এটি সৌদি ও পাকিস্তানের সঙ্গে ইসরাইলের প্রথম নৌমহড়া। মুসলিমপ্রধান দেশ দুটির সঙ্গে ইহুদি রাষ্ট্রটির কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী বলছে, ৩১ জানুয়ারি থেকে এই মহড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক নৌমহড়া (আইএমএক্স) নামের এই সামরিক অনুশীলনে ৬০টি সামরিক বাহিনীর ৯ হাজার লোক অংশ নিয়েছেন।পাকিস্তান, সৌদি আরব, ওমান, কোমোরোস, জিবুতি, সোমালিয়া ও ইয়েমেন এ মহড়ায় অংশ নিয়েছে। এসব দেশের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্র ২০১২ সাল থেকে দ্বিবার্ষিক এই মহড়া চালিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে এটিই সবচেয়ে বড় বহুজাতিক নৌমহড়া।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবর বলছে, তেলআবিব প্রথমবারের মতো এমন সব দেশের সঙ্গে মহড়া দিয়েছে, যাদের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App