×

খেলা

লিভারপুলের কাছে পাত্তা পেল না ইন্টার মিলান

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২০ এএম

লিভারপুলের কাছে পাত্তা পেল না ইন্টার মিলান
লিভারপুলের কাছে পাত্তা পেল না ইন্টার মিলান

ইন্টার মিলানের জালে বল পাঠানোর পর লিভারপুল খেলোয়াড়দের উল্লাস

লিভারপুলের কাছে পাত্তা পেল না ইন্টার মিলান
উয়েফা চ্যাম্পিয়নস লিগে বৃহস্পতিবার ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। প্রথমার্ধে কোন দল গোলের দেখা না পাওয়ায় দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় উভয় দল। আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচে লিভারপুলের হয়ে গোল দুটি করেন রবার্তো ফিরমিনো এবং মোহাম্মদ সালাহ। প্রথমার্ধে লিভারপুলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন সেনেগালের সাদিও মানে। ১৭ এবং ২৪ মিনিটে ইন্টার মিলানের গোলরক্ষককে বিপদ সীমানায় একা পেয়েও বল জালে জড়াতে পারেন নি সাদিও মানে। ২৪ মিনিটের মাথায় সাদিও মানে দুর্দান্ত বাইসাইকেল শট ক্রসবারে উপর দিয়ে চলে যায়। নিজেদের রক্ষণভাগ সামলিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে সফলতা অর্জন করতে পারেনি ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুলের উপর কিছু সময়ের জন্য প্রাধান্য বিস্তার করে ইন্টার মিলান। এই সময়ে লিভারপুল গোলরক্ষক অ্যালিসনকে পরীক্ষায় ফেলেন ইন্টার মিলানের আক্রমণভাগে খেলোয়াররা। ৬০ মিনিটে লিভারপুলের জালে বল পাঠান ইন্টার মিলানের ডেজক। অফসাইটের কারণে গোল বাতিল করে দেন রেফারি। ৭০ মিনিটের সময় ইন্টার মিলানের কোচ লাউতারো মার্টিনেজকে তুলে এলেক্স সানচেজকে মাঠে নামান। ৭৫ মিনিটে সময় কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে বল জালে জড়ান রবার্তো ফিরমিনো। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিসরের মোহাম্মদ সালাহ। ইন্টার মিলানের বিপক্ষে বিপদ সীমানায় বল পেয়ে বাম পায়ের জোরালো শটে গোল রক্ষককে পরাজিত করে লিভারপুলকে ২-০ গোলে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন জার্গেন ক্লপের শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App