×

খেলা

বায়ার্ন মিউনিখকে রুখে দিল সালজবুর্গ

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪২ এএম

বায়ার্ন মিউনিখকে রুখে দিল সালজবুর্গ
বায়ার্ন মিউনিখকে রুখে দিল সালজবুর্গ

রেড বুল সালজবুর্গ ও বায়ার্নের মধ্যকার খেলায় বল দখলের একটি দৃশ্য

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন রেড বুল সালজবুর্গ ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের ২২ মিনিটেই আদামুর গোলে এগিয়ে যায় সালজবুর্গ। এরপর ৯০ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান কোমান। প্রথমার্ধের খেলায় রেড বুল অ্যারেনাতে অস্টিয়ান চ্যাম্পিয়ন সালজবুর্গ ঘরের মাঠে দারুণ লড়াই করেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। প্রথম সুযোগটা পায় সালজবুর্গ। আষ্টম মিনিটে বক্সের ভেতর সালজবুর্গের আদেইমির শট ঠেকিয়ে দেন লুকাস হার্নান্দেজ। এরপর ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বায়ার্ন। বক্সের ডান পাশ থেকে বাম পায়ে জোরালো শট নেন জার্মান মিডফিল্ডার সার্জ গ্যানেব্রি। কিন্তু তা দারুণভাবে ঠেকিয়ে দেন সালজবুর্গের গোলকিপার ফিলিপ কোন। ম্যাচের ১২ মিনিটের সময় সালজবুর্গের ওকাফোর উঠে গেলে তার জায়গায় নামেন আদামু। ম্যাচের ২২ মিনিটে আদামুর পা থেকেই আসে গোল। অ্যারোনসনের বাড়ানো বলে বক্সের ডান পাশ থেকে ডান পায়ের জেরালো শটে বল জালে জড়ান আদামু। ২৫ তম মিনিটে বক্সের ভেতর আরো একবার সুযোগ পান অ্যারোনসন। কিন্তু এবার তার বাম পায়ের শট দারুণভাবে ঠেকিয়ে দেন বায়ার্ন গেলকিপার। ৩১ তম নিনিটে এসে গানেব্রির বাড়ানো বল পোস্টের বাইরে মারেন সানে। প্রথমার্ধে বায়ার্নের অ্যাটাকের পাশাপাশি সুযোগ পেলই বেশ কয়েকবারে পাল্টা আক্রমণ করে সালজবুর্গ। ১-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে অস্ট্রিয়ান ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটে আরে একবার অ্যারোনসনের শট ঠিকে দেন বায়ার্ন গোলকিপার। দ্বিতীয়ার্ধে বায়ার্নের হয়ে দুর্দান্ত নৈপুণ্যে প্রদর্শন করেন ফ্রেঞ্চ মিডফিল্ডার কোমান। একটি গেল দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন তিনি। ৭৩ মিনিটে বক্সের ভেতর কোমানের বাড়ানো বল ঠেকিয়ে দেন সালজবুর্গ গোলকিপার কোন। এরপর ৭৬ মিনিটে কোমানের বাড়ানো বলে সানে শট নিলে তা আরো একবার আটকে দেন কোন। ৮১ মিনিটে সালজবুর্গের আদেইমি শট নিলেও তা প্রতিহত করেন বায়ার্ন গোলকিপার। এরপর ৯০ মিনিটের সময় টমাস মুলারের সহায়তায় কোমানের পা থেকেই আসে বায়ার্নের সমতাসূচক গোলটি। অতিরিক্ত সময়ে আর কোন গোল না হলে ১-১ ড্র থেকেই শেষ হয় খেলা। পুরো ম্যাচ জুড়ে বায়ার্নই অধিপত্য বিস্তার করে খেলেছে। তবে সুযোগ পেয়ে পাল্টা আক্রমণে বায়ার্নকে ভালো ভুগিয়েছে সালজবুর্গ। বায়ার্নের ৭১ শতাংশ বল দখলের বিপরীতে সালজবুর্গের ছিলো ২৮ শতাংশ। পোস্টে বায়ার্নের ৯ শটের বিপরীতে সালজবুর্গের শট ছিল ৬টি। দ্বিতীয় লেগে ৯ মার্চ মিউনিখে ঘরে মাঠে সালজবুর্গের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App