×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫১ পিএম

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ ঘোষণা

প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ২০২৫ সালের মধ্যে বন্ধ করে দেয়া হবে। এক ঘোষণার মাধ্যমে আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়, পরিবেশ দূষণের কারণে নির্ধারিত সময়ের আগেই সংস্থাটি বন্ধ করে দেয়া হবে।

বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ অরিজিন এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্রাঙ্ক ক্যালাবরিয়া বলেন, আমরা ২০২৫ সালের মধ্যভাগে ইরারিংয়ের বিদ্যুৎ প্রকল্পটি বন্ধ করতে যাচ্ছি। খবর বিবিসির।

৪২ বছর ধরে চলা এই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার কথা ছিলো ২০৩২ সালে। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার আগেই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের ঘোষণা দেন ফ্রাঙ্ক। কারণ হিসেবে তিনি বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন খরচ এখন বেশি। এছাড়া সৌর, বায়ু এবং ব্যাটারিভিত্তিক সাশ্রয়ী এ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের জন্যও চাপ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App