×

শিক্ষা

শাবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৩ পিএম

শাবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ

শাহজালালে বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ পাওয়া চার প্রক্টর। ছবি : ভোরের কাগজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক দাপ্তরিক আদেশে বিষয়টি জানানো হয়।

দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়েছে, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন দিপাকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

দাপ্তরিক আদেশে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এদিকে পৃথক এক আদেশে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরীকে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App