×

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় উদ্বেগ জাতিসংঘের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৩ পিএম

রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় উদ্বেগ জাতিসংঘের

প্রতীকী ছবি

রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর দুই দেশের কারণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমেত্রো কুলেবার সঙ্গে টেলিফোনে আলাপকালে গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেন। এসময় কূটনৈতিক সমাধানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি।

স্টিফেন দুজারিক আরও জানান, কূটনৈতিক সমাধানের বিষয়ে গুরুত্ব দিলেও জাতিসংঘ মহাসচিব এখনও বিশ্বাস করেন যে রাশিয়া ইউক্রেনে হামলা করবে না।

এর আগে ২১ জানুয়ারির প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র একই কথা বলেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউক্রেনে বর্তমানে জাতিসংঘের এক হাজার ৬৬০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৪৪০ জন ইউক্রেনের এবং বাকি ২২০ জন বিদেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App