×

আন্তর্জাতিক

প্রখ্যাত গায়ক বাপ্পী লাহিড়ী আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৫ এএম

প্রখ্যাত গায়ক বাপ্পী লাহিড়ী আর নেই

বাপ্পী লাহিড়ী

প্রখ্যাত গায়ক বাপ্পী লাহিড়ী আর নেই
প্রখ্যাত গায়ক বাপ্পী লাহিড়ী আর নেই

মঙ্গলবার মারা গেলেন বাংলা গানের স্বর্ণযুগের শেষ তারকা সন্ধ্যা মুখোপাধ্যায়। আর রাতে মারা গেলেন তাদেরই অনুজ প্রখ্যাত শিল্পী বাপ্পী লাহিড়ী।

মৃত্যুকালে এই শিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পী লাহিড়ী। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

‘ডিস্কো ডান্সার’, ‘হিম্মতওয়ালা’, ‘শারাবি’, ‘অ্যাডভেঞ্চার্স অফ টারজান’, ‘ডান্স ডান্স’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’সহ একাধিক সুপারহিট সিনেমায় সঙ্গীত পরিচালক ছিলেন বাপ্পী লাহিড়ী। সিনেমায় গান করা শুরু করেন আমির খানের বাবা তাহির হুসেনের ‘জখমি’ সিনেমা থেকে। সঙ্গীতজগতে তার সর্বশেষ কাজ ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাগি ৩’ সিনেমার ‘ভাঙ্গাস’ গানের মাধ্যমে। তিনি ১৯৫২ সালের ২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন।

গত বছর নভেম্বরে ‘সারেগামাপা’ গানের অনুষ্ঠান এসেছিলেন বাপ্পী লাহিড়ী। সর্বশেষ তাকে সালমান খানের ‘বিগবস-১৫’ অনুষ্ঠানে দেখা যায়।

বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে ভারতের সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন : চলে গেলেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App