×

প্রবাস

দুবাইতে ইউএই লেডিস ক্লাবের বসন্ত বরণ উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৬ পিএম

দুবাইতে ইউএই লেডিস ক্লাবের বসন্ত বরণ উৎসব

ইউএই লেডিস ক্লাবের আয়োজনে ঋতুরাজ বসন্ত বরণে নানা সাজে প্রবাসী বাংলাদেশী নারীরা। ছবি: ভোরের কাগজ

দেশের গণ্ডি পেরিয়ে ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছে আরব আমিরাতেও। বাংলাদেশে আয়োজিত বসন্ত উৎসব পালনের মতো গত রবিবার (১৩ ফেব্রুয়ারি) ইউএই লেডিস ক্লাবের উদ্যোগে আমিরাতের দুবাই মুশরিফ পার্কে ‘ বসন্ত উৎসব’ নামের ব্যানারে একঝাঁক প্রবাসী বাংলাদেশির আয়োজিত উৎসবে আনন্দে মেতে ওঠে ছোটবড় সব বয়সের প্রবাসী বাংলাদেশিরা।

মেলার আয়োজনটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম।মেলায় অংশগ্রহণ করেন আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে স্বপরিবারে প্রায় দুই শতাধিক পরিবার। ব্যাপক মহিলাদের উপস্থিতি এবং তাদের আয়োজন নজরকাড়ে ভিনদেশিদের।

ব্যস্ত প্রবাস জীবনেও ঋতুরাজ বসন্তের উৎসবে বাসন্তি রঙা শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপর, খোঁপায় নানা রকমের ফুল জড়িয়ে উৎসবে উপস্থিত হন প্রবাসী নারীরা। তাছাড়া পুরুষ ও ছোটদেরও ছিল বসন্ত বরণে বাসন্তি পাঞ্জাবি, ফতুয়া পরাসহ নানা রঙের পোশাক। আনন্দ মুখর এই অনুষ্ঠানে ছিল মহিলাদের হাঁটা প্রতিযোগিতা, বেলুন ফোলানো প্রতিযোগীতা,পুরুষদের বালিশ খেলা সহ বাংলা সংস্কৃতির নানারকম খেলাধুলা। সুশৃংখলভাবে দুপুরের খাবার পরিবেশন, পিঠাসহ হরেক রকম খাবার আয়োজনে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরেন এ বসন্ত উৎসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিআইপি জেসমিন আকতার, মো. মাহাবুব আলম মানিক সিআইপি, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক,দুবাই আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব সৈনিক, ব্যবসায়ী জাকির হোসেন, মোহাম্মদ আদিল, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক মাহবুব হাসান হৃদয়, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রাণ গ্রুপের মার্কেটিং কোঅডিনেটর রুমা হাসান সহ আরো অনেকে।আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন এডমিন লিজা হোসেন, এডমিন লাবণ্য আদিল, মডারেটর সালমা আক্তার মেরি,মডারেটর সাদিয়া আবছার, মডারেটর পারভীন জলি, মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশু, গ্রুপ এক্সপার্ট আছিয়া চৌধুরী, গ্রুপ এক্সপার্ট মাকসুদা খানম,শাহানা পারভীন, নাজমা সুলতানা, আশিয়া চৌধুরী, শারমিন রাখি, নওরিন রিম, মায়মুনা মিশু,আয়েশা হ্যাপি,তাকিয়া জামান,সাথী আলি সহ অনেকে ।

আয়োজকরা জানান, সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত বরণ করে এর মাধ্যমে বাঙালির চিরায়িত সংস্কৃতি ঐতিহ্যকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে অবিস্মরণীয় করে রাখতেই মূলত এ আয়োজন। তবে সবার মাঝে ভালোবাসা হোক প্রতিদিনের এ প্রত্যাশাই করছেন তারা। অনুষ্ঠান শেষে আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান টোকিও সেট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহাবুব আলম মানিক সিআইপি ও টোকিও সেট গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট নারী উদ্যোক্তা মোসাম্মৎ জেসমিন আকতার সিআইপি অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App