×

জাতীয়

দুই দিনেও অপ্রস্তুত বইমেলা, চলছে সাজসজ্জা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২২ পিএম

দুই দিনেও অপ্রস্তুত বইমেলা, চলছে সাজসজ্জা

বইমেলাই বিভিন্ন স্টলে পেরেকের ঠোকাঠুকি, সাজসজ্জার কাজ চলছে। ছবি: ভোরের কাগজ

দুই দিনেও অপ্রস্তুত বইমেলা, চলছে সাজসজ্জা

সাজসজ্জার কাজ চলছে। ছবি: ভোরের কাগজ

দুই দিনেও অপ্রস্তুত বইমেলা, চলছে সাজসজ্জা

বইমেলার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনার স্তুপ। ছবি: ভোরের কাগজ

অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন হলেও পুরো প্রস্তুতি শেষ করতে পারেনি আয়োজন কতৃপক্ষ বাংলা একাডেমি। মেলায় ঢুকেই দেখা গেল প্রচুর দর্শনার্থী এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ পছন্দের বই ও কিনছেন। তবে এর মধ্যে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনার স্তুপ ও বিভিন্ন স্টলে পেরেকের ঠোকাঠুকি, সাজসজ্জার কাজ করা হচ্ছে।

এছাড়া প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে টিকা কার্ড প্রদর্শন ছাড়াই দর্শনার্থীদের ঢুকতে দেয়া হচ্ছে। কার্যত মেলা শুরু হলেও এখনো মেলার সব প্রস্তুতি শেষ করতে পারেনি আয়োজন কতৃপক্ষ।

[caption id="attachment_335342" align="alignnone" width="960"] সাজসজ্জার কাজ চলছে। ছবি: ভোরের কাগজ[/caption]

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত শেষ হয়নি সাজ-সজ্জা, মেলা মাঠের বাউন্ডারি, মাঠে ইট বিচানোসহ আনুসাঙ্গিক কাজগুলো। একই সঙ্গে অধিকাংশ স্টলেরই নির্মাণ ও স্বাজ-সজ্জ্বার কাজ। এসব কাজ শেষ হতে আরো ৩-৪ দিন লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশকরাও।

মেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী প্রাঙ্গন ঘুরে দেখা যায়, এখনো মেলার সাজসজ্জার কাজ শেষ হয়নি। আধিকাংশ স্টল নির্মাণ কাজও শেষ করতে পারেননি প্রকাশকরা। কোথাও রঙ ব্রাশের মাখামাখি আবার কোথাও হাতুড়ি পেরেকের সাহায্যে চলছে স্টলের কাজ। আবার কোথাও ইট, বালু, সিমেন্ট এবং স্টিলের ফ্রেমে তৈরি হচ্ছে স্টল। মেঝেতে ইট বসিয়ে চলছে সিমেন্ট-বালুর অস্থায়ী ঢালাইও। আর মাঠজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণসামগ্রী। যে পরিমাণ কাজ বাকি সাত দিনেও তা শেষ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মনে করছেন অনেকেই।

[caption id="attachment_335344" align="alignnone" width="1280"] বইমেলার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনার স্তুপ। ছবি: ভোরের কাগজ[/caption]

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রকাশক বলেন, এবার মেলা অনেকটা অগোছালো অবস্থায় রয়েছে। অন্যান্য বারের তুলনায় স্টল নির্মাণের সময়ও কম দেয়া হয়েছে। এত কম সময়ে স্টল নির্মাণ কিভাবে সম্ভব? মে কারনে স্টল নির্মাণের কাজও শেষ করা সম্ভব হয়নাই। যা খুবই দুঃখজনক। তারা বলেন, বাংলা একাডেমি তো জানে কবে মেলা হবে, তাহলে প্রস্তুতি নিতে তাদের এতো দেরি হলো কেন?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App