×

বিনোদন

এফডিসিতে যা হচ্ছে মানুষ হাসছে: জায়েদ খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৪ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে কে বসবেন, নিপুণ নাকি জায়েদ খান? এ নিয়ে সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

আদালতের রায় যার পক্ষেই যাক না কেন, সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের পক্ষেই যেন সাধারণ মানুষের রায়। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণের পক্ষেই সাফাই গাইছেন সাধারণ মানুষ। অন্যদিকে জায়েদ খানকে করা হচ্ছে তুলোধুনো।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন বিষয়গুলো নজরে এসেছে জায়েদ খানেরও। তবে তিনি বলছেন, ‘জনগণ না চাইলেও শিল্পীরা আমাকেই চায়।’

জায়েদ বলেন, ‘শিল্পীরা চায় বলে তারা আমাকে পর পর তিনবার নির্বাচিত করেছেন। শিল্পী সমিতির জন্য এখানকার ভোটাররা যাকে চাইবে তাকে প্রাধান্য দিতে হবে। এখানে দেশের মানুষ কী চায় বা না চায় তাতে কিছু আসে যায় না। কারণ আমিতো আসলে প্রতিনিধিত্ব করছি শিল্পীদের।’

তিনি বলেন, ‘জনগণ না থাকলে আমি আজ জায়েদ খান হতাম না। একজন মান্না তৈরি হতো না। তাই শিল্পী হিসেবে বলবো দর্শকরা আমাদের সম্পদ এবং তাদের ভালোবাসা হচ্ছে এগিয়ে যাওয়ার শক্তি। তবে শিল্পীরা বিপদে আপদে আমাকে পাশে পায় বলেই তারা আমাকে চায়। সাধারণ মানুষকেও এ বিষয়টি বুঝতে হবে।’

গতকাল মঙ্গলবার রাতে বিজয়নগরে জায়েদ খানের আইনজীবীর অফিসে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘এখন এফডিসিতে যা হচ্ছে এতে করে মানুষ হাসছে। আমাদেরকে হেয় করা হচ্ছে। এটা কোনোভাবে কাম্য নয়।’

এবারের সমিতির নির্বাচনী ফলাফল আদালত পর্যন্ত গড়িয়েছে। এটি একেবারে অপ্রত্যাশিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘শিল্পীরা আমাকে নির্বাচিত করেছে। তাদের মূল্যবান ভোটের প্রতি সম্মান জানিয়ে আমি আইনি লড়াই চালাচ্ছি। আমার বিশ্বাস, আমি বসবো সাধারণ সম্পাদকের চেয়ারে।’

এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে এফডিসিতে সংবাদ সম্মেলন করে নিপুণ দাবি করেন, ‘আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন বলে আদালত থেকে গ্রিনসিগন্যাল পেয়েছেন।’

তবে জায়েদ খান বিষয়টিকে ভিত্তিহীন দাবি করে বলেন, ‘নিপুণ আদালত অবমাননা করছেন। চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কেউ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কর‍তে পারবেন না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App