×

রাজধানী

রাজধানীতে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৬ পিএম

রাজধানীতে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়ায় একটি স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- আকতার হোসেন (৫০), শাহিন (২৫) ও মাইনুদ্দিন (২২)।

তাদেরকে উদ্ধার করে ইনস্টিটিউটে নিয়ে যাওয়া মো. রায়হান জানান, তারা কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে কাজ করে। রাতে তারা তিনজন কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিল। এ সময় হঠাৎ ভাট্টির ভিতর বিস্ফোরণ হয়। এতে ভাট্টিতে থাকা গলিত লোহা তাদের তিনজনের শরীরে ছিটকে পড়ে।

শাহিন থাকে ডেমড়া কোনাপাড়া, আকতার নারায়নগঞ্জ মদনপুরে ও মাইনুদ্দিন রুপগঞ্জ ছোনপাড়া এলাকায় থাকে।

ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনজনেরই ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছ। তাদের অবস্থা আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App