×

পুরনো খবর

জিতলেই ফাইনালে

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৬ পিএম

  বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ী দল ১৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশালের। এর আগে ১৪ ফেব্রুয়ারি এলিমিনেটরের খেলায় খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়ে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। এ নিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের বরিশাল। এ ম্যাচে হেরেও ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ইমরুল কায়েসের কুমিল্লা। ফাইনালে ওঠার লক্ষ্যে তারা আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় কুমিল্লা মুখোমুখি হবে চট্টগ্রামের। যে দল জিতবে তারাই নিশ্চিত করবে ফাইনাল। এবারের আসরে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে এ দুই দল। দুবারই জয় নিয়ে ফিরেছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রতিবারই হারিয়েছে বড় ব্যবধানে। চট্টগ্রাম পর্বে প্রথমবার মুখোমুখি হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫২ রানে হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। প্রথমে ব্যাট করতে নেমে ডু প্লেসিসের ৮৩ রানের ওপর ভর করে ১৮৩ রানের বড় সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজ শহরে তেমন উত্তাপ ছড়াতে পারেনি দলটি। ১৭.৩ ওভারে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় নাঈম ইসলামের চট্টগ্রাম। এরপর দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয় ঢাকা পর্বে। বৃষ্টি বিঘ্নিত সে ম্যাচে ডার্কওয়াথ লুইস মেথডে চট্টগ্রামকে ৯ উইকেটে হারায় কুমিল্লা। ১৮ ওভারের ম্যাচে চট্টগ্রাম ৮ উইকেটে করে ১৩৮ রান। কুমিল্লার সামনে ১৪৪ রানের লক্ষ্য ছুড়ে দিলে সহজেই তা টপকে যায় দলটি। অধিনায়ক ইমরুল কায়েসের ৮১ রান ও লিটন দাসের ৫৩ রানে ভর করে ৯ উইকেটের বিশাল জয় পায় কুমিল্লা। এদিনও কুমিল্লার বোলারদের সামনে নিষ্প্রভ দেখা যায় চট্টগ্রামের ব্যাটারদের। গ্রুপপর্বের দুই ম্যাচের পরিসংখ্যান দেখলে বুধবার জয়ের সম্ভাবনাটাও কুমিল্লার দিকেই ভর করে। বিপিএলের এ আসরে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচ থেকে ৬ টি জয়, ৩ টি হার ও একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে তাদের পয়েন্ট ১৩। মিনিস্টার গ্রুপ ঢাকা, ফরচুন বরিশাল ও খুলনা টাইগর্সের বিপক্ষে একটি করে ম্যাচে হেরে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে এসে বরিশালের কাছে হেরেছে দলটি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস রয়েছেন দারুণ ছন্দে। ৯ ম্যাটে ৩৭.২৮ গড়ে করেছেন ২৬১ রান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি। রান সংগ্রহের তালিকায় রয়েছেন সপ্তম স্থানে। এছাড়া সেরা দশ ব্যাটারের তালিকায় আরো আছেন কুমিল্লার ওপেনার মাহমুদুল হাসান জয়। বোলিংয়ে পুরো আসরজুড়েই ভালো করে এসেছে কুমিল্লা। মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলামের মতো পেসার আর সুনিল নারিন, তানভীর ইসলাম, নাহিদুল ইসলাম ও অলরাউন্ডার মঈন আলীর ধারালো স্পিন বোলিংয়ে অন্য দলের ব্যাটাররা পরাস্ত হয়েছে বারবার। ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়ে এবারের আসরে উইকেট সংগ্রহের তালিকায় প্রথমে রয়েছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া সেরা দশের তালিকায় তানভীর ইসলাম, নাহিদুল ইসলাম ও শহিদুল ইসলামের নামও রয়েছে। এছাড়া অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে মঈন আলীর বিধ্বংসী ব্যাটিংও কুমিল্লার মিডল অর্ডারকে এগিয়ে রাখবে। যে কোনো পরিস্থিতিতে ম্যাচ বের করে আনতে পারেন অভিজ্ঞ এ ইংলিশ অলরাউন্ডার। অন্যদিকে এ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গ্রুপপর্ব শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। ১০ ম্যাচে ৫ জয় ও ৫ হারে তাদের পয়েন্ট ছিল ১০। খুলনা ও চট্টগ্রামের পয়েন্ট সমান থাকলেও রান রেটে এগিয়ে থেকে তৃতীয় স্থানে ছিল চট্টগ্রাম। এলিমিনেটরের খেলায় খুলনাকে ৭ রানে হারিয়ে তারা নিশ্চিত করে দ্বিতীয় কোয়ালিফাইয়ার। পুরো মৌসুমজুড়ে ছন্দে থাকা ইংলিশ ওপেনার উইল জ্যাকসকে এ ম্যাচে পায়নি দলটি। ১০ ম্যাচে ৪৪.২২ গড়ে ৩৯৮ রান করে ব্যাটারদের তালিকায় রয়েছেন তিন নম্বরে। অধিনায়ক আফিফ হোসেনও ভালো খেলেছেন এ মৌসুমে। এছাড়া ক্যারিবিয়ান ওপেনার কেননার লুইস ও আগের ম্যাচে চট্টগ্রামকে জয় এনে দেয়া আরেক ক্যারিবিয়ান চ্যাডউইক ওয়ালটন রয়েছে দলে। যা দলের মনোবলকে আরো শক্তিশালী করবে। ব্যাট ও বল হাতে দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও বেনি হাওয়েলও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। বল হাতে মৃত্যুঞ্জয় চৌধুরী রয়েছেন দারুণ ফর্মে। এবার বিপিএলের একমাত্র হ্যাটট্রিকও এ পেসারের। বল হাতে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ বোলার। এছাড়া দলে রয়েছেন শরিফুল ইসলামের মতো পেসার এবং স্পিন বোলিংয়ে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দেখাচ্ছেন নজরকাড়া পারফরম্যান্স। দলগত পারফরম্যান্স নিয়েও ফাইনালে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাসী দলটি। শেষ তিন ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অপরাজিত থাকার বিপরীতে নিজেদের শেষ দুই ম্যাচে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে কারণে জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী চট্টগ্রাম। এছাড়া গত তিন ম্যাচে তাদের দলগত পারফরম্যান্সও তাদের বাড়তি মনোবল জোগাবে। অন্যদিকে টানা দুই হারের হতাশা কাটিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে এ ম্যাচে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে দলটি। দুদলেই অভিজ্ঞদের সঙ্গে তরুণরাও ভালো পারফর্ম করছে। এখন দেখার পালা বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে ইমরুল কায়েস নাকি আফিফ হোসেনের দল জয়ী হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App