×

সারাদেশ

চট্টগ্রামে ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৩ পিএম

চট্টগ্রামে ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মঙ্গলবার চট্টগ্রামে ভোরের কাগজের একত্রিশ বছরে পদার্পনের শুভদিনটিতে কেক কাটলেন শহীদ পরিবারের সন্তান, বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ। ছবি: ভোরের কাগজ

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে ভোরের কাগজ
প্রতিষ্ঠাকাল থেকেই ভোরের কাগজ গনতন্ত্র-মুক্তচিন্তা ও মুক্তিযুদ্ধের যে চেতনা ধারণ করে গত ত্রিশটি বছর পার করেছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করে চট্টগ্রামে ভোরের কাগজের একত্রিশ বছরে পদার্পনের শুভদিনটিতে কেক কাটলেন শহীদ পরিবারের সন্তান, বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চেড়াগি পাহাড় মোড়ে ভোরের কাগজ অফিসে ভোরের কাগজ পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও সাংবাদিকদের নিয়ে তিনি ভোরের কাগজের জন্য শুভকামনা করেন। এ সময় ভোরের কাগজ চট্টগ্রাম ব্যুরো প্রধান সমরেশ বৈদ্য, দেশ টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান আলমগীর সবুজ, বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম চট্টগ্রামের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সিনিয়র সাংবাদিক প্রনব বল, ভোরের কাগজ চট্টগ্রামের বিজ্ঞাপন, সার্কুলেশন ও প্রশাসনিক ব্যবস্থাপক রাজীব নন্দী বাবু, ভোরের কাগজের রিপোর্টার প্রীতম দাশ, পেশাজীবী মাইকেল দত্ত, ব্যবসায়ী মঈনুল ইসলাম, প্রকৌশলী দিলক পাল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় সদস্য শাহাদাৎ হোসেন রুমেল, প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম মাহফুজুর রহমান, সহ-সভাপতি এসএম সেলিম, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ দাশ, প্রচার সম্পাদক কাজল শীল, প্রকৌশলী শুভ্র চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক লীগ রাহুল দত্ত, নগর যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবুসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠকবৃন্দ। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পাঠকনন্দিত পত্রিকা ভোরের কাগজের যাত্রাপথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। নানা চড়াই-উৎরাই পেরিয়েই আজকের এ অবস্থানে এসেছে। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অনিয়ম-অসঙ্গতি অসংকোচে প্রকাশ করে নানা সময়েই ঝড়-ঝাপ্টা সামলাতে হয়েছে। তবে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সবসময় উর্ধে্ব তুলে ধরে ভোরের কাগজ এগিয়ে চলেছে। আর সেই নীতি-আদর্শকে ধারণ করেই ভোরের কাগজ এগিয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App