×

সম্পাদকীয়

গৌরবের পথচলার ত্রিশ বছর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩১ এএম

গৌরবের পথচলার ত্রিশ বছর

গৌরবের ত্রিশ বছর পূর্ণ করে একত্রিশে পা রাখল ভোরের কাগজ। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাসহ জাতীয় চার মূলনীতিকে সঙ্গে করে যাত্রা শুরু করেছিল ভোরের কাগজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসব চলাকালে মুক্ত প্রাণের প্রতিধ্বনি ভোরের কাগজ উদযাপন করছে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। আমরা গর্বিত ও আনন্দিত। আজ থেকে ৩০ বছর আগে ১৯৯২ সালে ১৫ ফেব্রুয়ারি ভোরের কাগজের যখন যাত্রা শুরু, তখন সদ্য স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার। নব্বইর গণঅভ্যুত্থানে সামরিক জান্তার পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিজয়ী আরেক গণতান্ত্রিক সরকারের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তখন মানুষ ফুঁসে উঠেছে। এদিকে শুরু হয়েছে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের আন্দোলন। গণতান্ত্রিক অধিকারের আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের আন্দোলনের সহযাত্রী হয়েই ভোরের কাগজের পথচলা। যেন যুগের চাহিদা বা কালের প্রয়োজনেই ভোরের আলোর মতো আত্মপ্রকাশ করেছিল ভোরের কাগজ। দৈনিক আজকের কাগজ ছেড়ে আসা একদল তরুণ সংবাদকর্মীর স্বপ্নের যাত্রা নতুন ধারার দৈনিক ভোরের কাগজকে নিয়ে। তারপর অবিরাম পথচলা। এরপর বাংলাদেশের নানা আন্দোলন-সংগ্রামে ভোরের কাগজ থেকেছে অন্যতম সহযাত্রী। এ জন্য তাকে অনেক বাধা-বিপত্তি ও প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। কিন্তু দিশা হারায়নি ভোরের কাগজ। মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে থেকেছে অবিচল। বাণিজ্য চিন্তাকে প্রাধান্য দিয়ে নীতির প্রশ্নে কখনো আপস করেনি ভোরের কাগজ। ভোরের কাগজ পাঠকদের কল্যাণের কথা চিন্তা করে অধিক আয়ের সুযোগ থাকা সত্ত্বেও তামাকের বিজ্ঞাপন ও ইউনানি বা হোমিও চিকিৎসা সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ না করার নীতি গ্রহণ করেছিল শুরু থেকেই। আজকে প্রবল বাজার-চিন্তার দিনেও ভোরের কাগজ তার সেই নীতি থেকে সরে আসেনি। ভোরের কাগজ তার উদ্ভাবনী চিন্তা ও ব্যতিক্রমী উদ্যোগ দিয়ে বাংলাদেশের সংবাদপত্র জগতে এক নতুন ধারার জন্ম দিয়েছে। ভোরের কাগজের কর্মজীবন শুরু করা অনেক সাংবাদিক এখন বিভিন্ন জায়গায় পেশাগত কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। সাংবাদিক তৈরির সূতিকাগার বলা চলে ভোরের কাগজকে। সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে ভোরের কাগজ সচেতন প্রথম থেকেই। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ভোরের কাগজ সহযোগী ভূমিকা পালন করছে। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ, ধর্মান্ধতা, সাম্প্রদায়িতার বিরুদ্ধে সোচ্চার ভোরের কাগজ। ভোরের কাগজের দীর্ঘ যাত্রাপথ মসৃণ ছিল না। বেশির ভাগ সময় বৈরী পরিবেশে বন্ধুর পথ পাড়ি দিয়েই আসতে হয়েছে এতটা পথ। দেশে ৩০ বছর বয়সি অল্প কয়েকটি দৈনিকের মধ্য ভোরের কাগজ অন্যতম, যারা আদর্শকে জলাঞ্জলি না দিয়ে টিকে আছে সগৌরবে। এটা অবশ্যই গর্বের। এই পথ চলায় পাথেয় হিসেবে রয়েছে অগণিত পাঠকের শুভেচ্ছা আর ভালোবাসা। আগামীতেও পাঠক ভালোবাসার সঙ্গী হবেন- এমন প্রত্যাশা রাখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App