×

আন্তর্জাতিক

কানাডায় করোনার টিকার বিরুদ্ধে বিক্ষোভ, হার্ডলাইনে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০ এএম

কানাডায় করোনার টিকার বিরুদ্ধে বিক্ষোভ, হার্ডলাইনে সরকার

কানাডায় বাধ্যতামূলক করোনার টিকা ও স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে। ছবি: সংগৃহীত

টিকাদান ও করোনার স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিক্ষোভে ফুটছে কানাডা। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে আন্দোলন শুরু হয়েছে। অনেক চেষ্টাতেও তা থামানো যাচ্ছে না। যার ফলে পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না।

এ অবস্থায় প্রতিবাদীদের থামাতে জরুরি ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কয়েক দিন আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন আন্দোলন থামাতে কড়া ব্যবস্থা নিতে পারেন তিনি।

অবশেষে সোমবার (১৪ ফেব্রুয়ারি) জরুরি ক্ষমতা ব্যবহারের সিদ্ধান্তের কথা জানালেন কানাডার প্রধানমন্ত্রী। খবর বিবিসি ও সংবাদ প্রতিদিনের।

গত জানুয়ারি মাস থেকেই করোনার টিকাদান বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘিরে উত্তাল রয়েছে কানাডা। বিধিনিষেধ তুলে নেয়ার দাবিতে রাস্তায় নেমেছে আন্দোলনরত হাজার হাজার ট্রাকচালক। সীমান্তে দিয়ে চলাচল করা ট্রাকগুলোর চালকদেরও টিকা নিতে বাধ্য করছে কানাডা সরকার, এমন অভিযোগে বিক্ষোভ চরম আকার ধারণ করে। রাজধানী অটোয়ায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার পরিবারের সদস্যদের কোনো গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। হাজার চেষ্টা সত্ত্বেও সেই বিক্ষোভ দমাতে ব্যর্থ হয়েছে সরকার।

এই সমস্যার সমাধানে আগেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহাদ্র মায়োরকাস ও ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুত্তিজিয়েগ। তাদের বক্তব্য, ফেডারেল আইন ব্যবহার করে এই সমস্যার সমাধান করবে কানাডা সরকার।

ডেট্রয়েট নদীর ওপর রয়েছে ‘অ্যাম্বাসাডর ব্রিজ’। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েট শহরের সঙ্গে কানাডার ওন্টারিও প্রদেশে সংযোগ স্থাপন করে সেতুটি। ফলে ডেট্রয়েট শহরের গাড়ি নির্মাতা সংস্থাগুলির জন্য প্রয়োজনীয় কাঁচামাল ওই পথেই আসে। কিন্তু বিক্ষোভের জেরে পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। যার জেরে ধাক্কা খেয়েছে গাড়ি উৎপাদন। একপ্রকার বাধ্য হয়েই এবার কানাডা সরকারের কাছে ফেডারেল আইন চালু করে বিক্ষোভ দমনের আবেদন জানিয়েছে ওয়াশিংটন।

এদিকে এই বিক্ষোভকে বেআইনি বলে দাবি করেছেন কানাডার একাধিক মন্ত্রী। এবং সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তারা। অবশেষে পদক্ষেপ নিলেন ট্রুডো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App