×

প্রবাস

কঙ্গোতে পালিত হলো বসন্ত বরণ উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫২ পিএম

কঙ্গোতে পালিত হলো বসন্ত বরণ উৎসব

নানা আয়োজনে ঋতু রাজ বসন্তকে বরণ করে নেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকায় নিয়োজিত পুলিশ সদস্যরা

বসন্ত বরণ উৎসব পালিত হলো কঙ্গোতেও। নানা আয়োজনে ঋতু রাজ বসন্তকে বরণ করে নেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকায় নিয়োজিত পুলিশ সদস্যরা। এর মাধ্যমে বাংলা সাংস্কৃতিকে সুদূর আফ্রিকার মাটিতে তুলে ধরা হলো।

বর্ণিল সাজ-সজ্জা, কবিতা আবৃতি, নাচ, গান নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দিনভর বসন্তের আগমন কে উদযাপন করা হয়। মূলত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের এ আায়োজনের মাধ্যমে কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এলাকাটি যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১, রোটেশন-১৫ এর কমান্ডার নাজমুন নাহার উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিদেশের মাটিতে দেশের সুনামকে বাড়ানোর সুযোগ পেয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সুনামকে সমুন্নত রাখার আহবান জানিয়ে তিনি মিশনে কর্মরত সকল সদস্যকে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহবান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App