×

খেলা

ভালোবাসা দিবসে ফুটবলে হারেনি কেউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৫ পিএম

ভালোবাসা দিবসে ফুটবলে হারেনি কেউ

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে সোমবার মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়ের মধ্যে বল দখলের লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সোমবার দুই ম্যাচেই কোনো জয়ের দেখা আসেনি। এর ফলে বসন্ত বরনের দিনে চারদলের কোনো দলকেই মনঃক্ষুন্ন হতে হয়নি। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে উত্তরা বারিধারা ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। দিনের আরেক ম্যাচে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। মোহামেডানের হয়ে প্রথম গোলটি করেছিলেন সুলেমান দিয়েবাতে ও চট্টগ্রাম আবাহনীর হয়ে সমতায় ফেরানোর গোলটি করেছে মোহাম্মদ কামরুল ইসলাম।

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়ের ধারা বজায় রাখতে পারেনি। লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় তুলে নিতে পারেনি মোহামেডান। অধিনায়ক সুলেমান দিয়েবাতের গোলে লিড নিলেও শেষ পর্যন্ত জিততে পারেনি সাদা কালো দলটি। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দুই দলই সমান প্রাধান্য বিস্তার করেছে। একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারেনি কেউ। দুই দলের আক্রমন প্রতিআক্রমনের মাঝে ২৮তম মিনিটেই সফলতা পেয়ে যায় পুরাণ ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব। জমজমাট ম্যাচে গোল দিয়ে লিড এনে দিয়েছিলেন সুলেমান দিয়েবাতে। সাদা-কালো জার্সিধারীদের মালিয়ান ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে বক্সের ডান প্রান্ত থেকে আড়াআড়ি শটে বলকে জালে জড়িয়েছিলেন। মোহামেডানের এ অধিনায়ক আগের ম্যাচেও গোল করেছিলেন। ম্যাচের প্রথমার্ধ্বে আর কোনো গোল না হলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় শেন লী’র শিষ্যরা। তবে বিরতির পর সে লিড দীর্ঘস্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধ্বের শুরু থেকেই আক্রমনে উঠে চট্টগ্রাম আবাহনী। বিরতির দুই মিনিট পরেই ম্যাচে সমতা ফিরে চট্টগ্রামে ক্লাবটি। কামরুল ইসলামের দূর্দান্ত কর্নার গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল গিয়েছিল সরাসরি গোলপোস্টে। যদিও রেফারি সাইমুন সানি প্রথমে গোল দেননি। চট্টগ্রাম আবাহনীর ফুটবলারদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি কিছুক্ষণ পর গোলের বাঁশি বাজান। এ গোলের মাধ্যমে পিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরায় কামরুল ইসলাম। ম্যাচে চট্টগ্রাম আবাহনী সমতায় আসার পর দুই দলই প্রাণপণে গোলের চেষ্টা করেছে। আক্রমণে উঠে উভয় দল একাধিক সুযোগ নষ্ট করেছে।

তবে শেষদিকে মোহামেডানের দলে অশনি সংকেত বয়ে আসে। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে মোহামেডানের ডিফেন্ডার মাসুদ রানাকে। এজন্য শেষ কয়েক মিনিট দশ জনের দল নিয়েও খেলতে হয়েছে সাদা কালো জার্সিধারীদের। আবাহনীর এরকম বিপদের সুযোগকে কাজে লাগাতে চেয়েছিল চট্টগ্রাম আবাহনী। দশ জনের দল পেয়ে বেশ আক্রমণও করেছিল তারা। শেষ মিনিটে বক্সের সামনে একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছিল। তবে সেখানে মোহামেডানকে রক্ষা করে গোলরক্ষক সুজন। ডি-বক্স থেকে নেওয়া ফ্রি কিক আটকে দেন তিনি। তবে বলটি কর্নার হলেও রেফারি সেদিকে কান দেননি। ম্যাচের সময় শেষ হওয়ায় রেফারি চূড়ান্ত বাঁশি বাজিয়ে দিয়েছিল। তবে কর্নার কিক নিতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছে চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা। প্রথমার্ধ্বে মোহামেডানের লিড ও দ্বিতীয়ার্ধ্বে চট্টগ্রাম আবাহনীর সমতায় ফেরানো গোল ব্যতীত আর কোনো গোল পায়নি দুই দল। এর ফলে ভালোবাসার দিনে ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল।

এদিকে স্বল্প শক্তির দল নিয়েও দলকে অপরাজেয় রেখেছে কোচ মারুফ। প্রথম ম্যাচে জয় ও তারপরের দুই ম্যাচে ড্র নিয়ে ৫ পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। আগের ম্যাচে শক্তিশালী শেখ রাসেলের বিরুদ্ধেও ড্র করেছিল চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে একটি জয় ও দুটি ড্র নিয়ে ৫ পয়েন্ট নিয়েও ষষ্ঠ স্থানে অবস্থান করছে ঢাকা মোহামেডান। শক্তিশালী শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই নবাগত স্বাধীনতা ক্রীড় সংঘকে হারিয়েছে ১-০ গোলে। লিগের তৃতীয় রাউন্ডে সোমবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও ১-১ গোলের ড্র করেছে সুলেমানরা। দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে স্বাধীনতা সংঘ ও উত্তর বারিধারার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এ ড্রয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগের প্রথম পয়েন্ট অর্জন করলো উত্তরা বারিধারা ক্লাবটি। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছিল। দ্বিতীয় রাউন্ডেও বসুন্ধরা কিংসের বিপক্ষে হেরেছিল ১-০ গোলে। তৃতীয় রাউন্ডে স্বাধীনতা ক্রীড়া সংঘের সাথে ড্র করে ১ পয়েন্ট অর্জন করলো তারা। এ পয়েন্টের মাধ্যমে টেবিলের ১২তম স্থানে অবস্থান করছে উত্তরার ক্লাবটি। অন্য দিকে লিগের নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘের এটি চতুর্থ পয়েন্ট। তিন রাউন্ড শেষে এক জয়, এক হার ও এক ড্রয়ের মাধ্যমে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App