×

আন্তর্জাতিক

জাতিসংঘ কর্মী সাবেক সেনা কর্মকর্তা সুফিউল ইয়েমেনে অপহৃত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩ পিএম

জাতিসংঘ কর্মী সাবেক সেনা কর্মকর্তা সুফিউল ইয়েমেনে অপহৃত

অপহৃত জাতিসংঘ কর্মী এ কে এম সুফিউল আনাম

ইয়েমেনে অপহৃত পাঁচজন জাতিসংঘের কর্মীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এ কে এম সুফিউল আনাম। তিনি জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (হেড)।

সুফিউলের অপহরণ হওয়ার বিষয়টি পারিবারিক সূত্র এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সুফিউল আনাম ১৯৭৭ থেকে ২০০৫ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অবসর নেয়ার পর থেকে জাতিসংঘের সঙ্গে কাজ করছেন তিনি। ২০ বছর আগে জাতিসংঘে যোগদান করেন। ষাটোর্ধ্ব সুফিউলের কিছুদিনের মধ্যেই অবসরে যাওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের এক কর্মকর্তা জানা, সুফিউলের স্ত্রী ঢাকায় থাকেন। এক ছেলে ও এক মেয়ে প্রবাসী।

গত শনিবার আবিয়ান প্রদেশে ওই পাঁচ কর্মীকে অপহরণের তথ্য গণমাধ্যমে আসে। জাতিসংঘ শীর্ষ কর্মকর্তার মুখপাত্র গিকি রাসেল জানান, আবিয়ান প্রদেশে ওই পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে চারজনই ইয়েমেন। কেবল সুফিউল বাংলাদেশি। ধারণা করা হচ্ছে, ইয়েমেনেরই স্থানীয় গোষ্ঠী তাদের অপহরণ করেছে। তাদের মুক্তি নিশ্চিতে ইয়েমেনের সঙ্গে যোগাযোগ করছে জাতিসংঘ।

২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের লড়াই চলছে। ২০১৫ সালের জানুয়ারিতে হুথিরা মনসুর হাদির সরকারকে হটিয়ে দেয় এবং সান’আ দখল করে। একই বছর মার্চে অভিযান শুরু করে সৌদি জোট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App