×

আন্তর্জাতিক

ইয়েমেনের অপহৃত জাতিসংঘ কর্মীদের একজন বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৩ এএম

ইয়েমেনের অপহৃত জাতিসংঘ কর্মীদের একজন বাংলাদেশি

জাতিসংঘ

ইয়েমেন দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মী অপহৃত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। তার নাম- এ কে এম সুফিউল আনাম।

বাংলাদেশের ওই নাগরিক জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত। রবিবার দুপুরে তার পরিবার বিষয়টি নিশ্চিত করে। খবর ডয়চে ভেলের।

কাজ শেষে এডেন শহরে ফেরার সময় এক বাংলাদেশিসহ জাতিসংঘের পাঁচজনকে অপহরণ করে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার এ বিষয়ে জানানো হয়।

সুফিউল আনামের সঙ্গে যাদের অপহরণ করা হয়েছে তারা সবাই ইয়েমেনেরই নাগরিক। এমতবস্থায় জাতিসংঘ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। সুফিউলের প্রয়োজনীয় ওষুধপত্রের নামও নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়েমেনেরই স্থানীয় গোষ্ঠী জাতিসংঘের এই পাঁচ কর্মীকে অপহরণ করেছে।

সুফিউলের স্ত্রী ঢাকার বাসিন্দা। তার এক ছেলে ও এক মেয়ে প্রবাসী। ২০ বছর আগে জাতিসংঘের কর্মী হিসেবে যোগদান করেন সুফিউল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App