×

খেলা

বিপিএলের শেষ চার ম্যাচে মাঠে ফিরছে দর্শক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ পিএম

বিপিএলের শেষ চার ম্যাচে মাঠে ফিরছে দর্শক

প্রতিদিন তিন-চার হাজার দর্শক মাঠে বসে বিপিএলের ম্যাচ উপভোগের সুযোগ পাবেন

বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়িয়েছে কোনো দর্শক ছাড়াই। করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির কারণে দর্শকবিহীন বিপিএলে ইতোমধ্যে গ্রুপ পর্যায় শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে ফাইনালের টিকেট নিশ্চিত করার ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি পর্দা নামবে বিপিএলের। এর চারে শেষ চার ম্যাচ মাঠে বসে উপভোগের সুযোগ পাচ্ছে দর্শকরা। শেষ মুহূর্তে এসে গ্যালারিতে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাভাইরাসের প্রকোপ কমায় সরকারের পক্ষ থেকেও মিলেছে অনুমতি। প্রতিদিন তিন-চার হাজার দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছেন, সরকারের সাথে আলোচনায় আমাদের বোর্ড সভাপতির আন্তরিক চেষ্টায় কিছু সংখ্যক দর্শককে মাঠে প্রবেশাধিকার দেওয়ার অনুমতি পেয়েছি। ৩-৪ হাজার দর্শক মাঠে খেলা দেখতে আসতে পারবেন। বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় এজন্য টিকিট বিক্রি করতে হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজিদের সাথে যারা সম্পৃক্ত তাদের মাধ্যমে আমরা টিকিটগুলো দর্শকদের কাছে পৌঁছে দেব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে গত শনিবার। সোমবার থেকে শুরু হচ্ছে কোয়ালিফাইয়ার ও এলিমিনেটর রাউন্ডের খেলা। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্লেচার ও মেহেদীর ঝড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে শীর্ষ চারে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। এলিমিনেটর রাউন্ডের প্রথম খেলায় সোমবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট টেবিলের তিনে থেকে শেষ করেছে গ্রুপপর্ব আর খুলনা টাইগার্স নিজেদের শেষ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের চারে থেকে শেষ করেছে গ্রুপপর্ব। এলিমিনেটর রাউন্ডের এ খেলা দুদলের জন্যই বাঁচা মরার লড়াই। যে দল হেরে যাবে তারা বিদায় নিবে বিপিএলের এ আসর থেকে এবং বিজয়ী দল নিশ্চিত করবে কোয়ালিফাইয়ার রাউন্ড। অন্যদিকে দিনের অপর ম্যাচ কোয়ালিফাইয়ার রাউন্ডের খেলা। বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইটি দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে যে দল বিজয়ী হবে তারা সরাসরি ফাইনাল খেলার সুযোগ পাবে। আর যে দল হেরে যাবে তাদেরও সুযোগ থাকছে ফাইনালে যাওয়ার। ১৬ তারিখ কোয়ালিফাইয়ার রাউন্ডের দ্বিতীয় খেলায় প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দলের মুখোমুখি হবে এলিমিনেটর রাউন্ড থেকে জয়ী হয়ে উঠে আসা দল। এ ম্যাচে যারা জয় পবে তারা টিকিট পাবে ১৮ তারিখ বিপিএলের ফাইনালের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App