×

সারাদেশ

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহতের মামলায় গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৪ এএম

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহতের মামলায় গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত আসামি

সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন ভোট কেন্দ্রে শিশুকে কুপিয়ে হত্যা এবং একইদিনে গুলিবিদ্ধ হয়ে এক বহিরাগত নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগর থেকে তাদের গ্রেপ্তার করা হলেও শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।

এ ঘটনায় সোমবার সাতকানিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলায় হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত ফজল করিমের ছেলে নাসির উদ্দিন চৌধুরী ওরফে মহসিন (৫৫) ও ফেনীর ফুলগাজীর বিজয়পুরের মো. আবু সাদেকের ছেলে শাহরিয়ার সাদেক ওরফে নিলয় (২৮)।

শাহরিয়ার সাদেকের পরিবার বর্তমানে চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় বসবাস করছে।

সাতকানিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, ভোটের দিন সহিংসতায় নিহতের ঘটনায় পৃথক দায়েরকৃত হত্যা মামলার আসামি শাহরিয়ার সাদেক ও নাসির উদ্দিন চৌধুরী নামের দুজনকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App