×

আন্তর্জাতিক

বাইডেন-পুতিন ফোনালাপে অংশ নেবেন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৯ পিএম

বাইডেন-পুতিন ফোনালাপে অংশ নেবেন আজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) ফোনালাপে কথা বলবেন। ইউক্রেন সংকটকে কেন্দ্র করেই তারা একে অপরের সঙ্গে কথা বলবেন। শুক্রবার হোয়াইট হাউজ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মধ্যে কয়েকমাস ধরে চলছে দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে, যেকোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া। খবর এএনআই, এনডিটিভির।

পক্ষান্তরে, ইউক্রেনে হামলার পরিকল্পনার অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে আসছে রাশিয়া।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যান বলেন, শনিবার বাইডেন-পুতিনের মধ্যে পুতিনের ফোনালাপ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App