×

আন্তর্জাতিক

ফাইজার-মডার্নার বুস্টার ডোজের কার্যকারিতা চার মাসেই কমে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০১:১০ পিএম

ফাইজার-মডার্নার বুস্টার ডোজের কার্যকারিতা চার মাসেই কমে

প্রতীকী ছবি

ফাইজার ও মডার্না টিকার বুস্টার ডোজের কার্যকারিতা কমে যেতে পারে চার মাসের মধ্যেই। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষকরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।

গবেষকরা জানান, দ্বিতীয় ডোজের পর টিকার কার্যকারিতা কমার তথ্য-উপাত্ত থাকলেও বুস্টারের পর কতখানি কার্যকর সে বিষয়ে তুলনামূলক তথ্যের অভাব ছিলো। পাঁচ মাসের গবেষণায় সেটিই তুলে ধরা হয়েছে। খবর ইউএস নিউজ, সিএনএনের।

তারা আরও জানান, এমআরএনএ প্রযুক্তিতে তৈরি টিকার বুস্টার ডোজ কমে যাচ্ছে। এর ফলে টিকার ডোজ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে হবে।

দুর্বল ও প্রবীণ করোনার চতুর্থ ডোজ নেয়ার আহ্বান

গত বুধবার হোয়াইট হাইসে করোনাভাইরাস বিষয়ক এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউসি রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা দুর্বল এবং প্রবীণদের করোনার চতুর্থ ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App