×

জাতীয়

গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশিষ্টজনের সঙ্গে দ্বিতীয় বৈঠকে সার্চ কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৯ পিএম

গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশিষ্টজনের সঙ্গে দ্বিতীয় বৈঠকে সার্চ কমিটি

নির্বাচন কমিশন গঠনে শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনের সঙ্গে সার্চ কমিটির বৈঠক। ছবি: ভোরের কাগজ

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি দেশের বিশিষ্টজনদের নিয়ে দ্বিতীয় বৈঠক চলছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে দ্বিতীয় বৈঠকে ১১ জন বিশিষ্ট নাগরিক অংশ নিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

দ্বিতীয় বৈঠকে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত রয়েছেন- যুগান্তর সম্পাদক সাইফুল আলম,  ৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, নোয়াব সভাপতি এ কে আজাদ, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসান, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফর উল্লাহ চৌধুরী, আজকের পত্রিকার সম্পাদক আধ্যাপক গোলাম রহমান, দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান, এনটিভির হেড অব নিউজ জহিরুর আলম ও জনকণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।

দ্বিতীয় বৈঠকে ১৬ জনকে আমন্ত্রণ জানান হলেও পাঁচজন অনুপস্থিত রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App