×

আন্তর্জাতিক

করোনায় স্কুল বন্ধের দুই বছরে কী শিখলো খুদে শিক্ষার্থী? দেখুন ভিডিওসহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৮ এএম

করোনায় স্কুল বন্ধের দুই বছরে কী শিখলো খুদে শিক্ষার্থী? দেখুন ভিডিওসহ

শিক্ষিকার প্রশ্নের জবাবে ‘কাঁচা বাদাম’ গান গেয়ে ভাইরাল হওয়া স্কুলছাত্র

টানা দুই বছর করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস হয়ে উঠেছে নিয়মিত রুটিন। স্কুলে যাওয়া শিশু থেকে বিশ্ববিদ্যালয় ‍শিক্ষার্থী সবাইকেই এই অনলাইন ক্লাস করতে হচ্ছে। স্কুলের পরিবেশে পড়াশুনার আনন্দ দিতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে নিয়েছেন ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প। ইতোমধ্যেই এর কার্যক্রম শুরু হয়েছে।

‘পাড়ায় শিক্ষালয়ে’ এক স্কুলছাত্র গত দুই বছরে কী শিখেছে সে বিষয়ে জানতে চেয়েছিলেন শিক্ষিকা। জবাবে ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানটি গাইতে শুরু করে। খবর আজকালের।

গান গাওয়া শেষে বসে পড়ে ওই ছাত্র। ততক্ষণে শ্রেণিকক্ষে হাসির রোল পড়ে যায়। শিক্ষিকাও বিস্মিত।

এক মিনিট ১০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তবে ওই ভিডিও থেকে ছাত্রের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ভিডিওটি নিয়ে চলছে সমালোচনার ঝড়। অনেকে বলছে, মহামারি পরিস্থিতির কারণে শিক্ষার যে বেহাল অবস্থা চলছে, ভিডিওটি তার জ্বলন্ত প্রমাণ।

https://youtu.be/XjkJ_pdD9pk

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App