×

জাতীয়

শাবি উপাচার্য অব্যাহতির বিষয়ে সিদ্ধান্ত নিবেন রাষ্ট্রপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৪ পিএম

শাবি উপাচার্য অব্যাহতির বিষয়ে সিদ্ধান্ত নিবেন রাষ্ট্রপতি

শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউজে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অব্যাহতির বিষয়ে সিদ্ধান্ত নিবেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য (রাষ্ট্রপতি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, উপাচার্য নিয়োগ বা অপসারণের ক্ষমতা একমাত্র আচার্যের। এ বিষয়ে আচার্যকে জানানো হবে। তারপর তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের সব দাবি শুনেছি। এরই মধ্যে তাদের বেশকিছু দাবি মানাও হয়েছে। বাকিগুলোর বিষয়ে বিবেচনা করা হবে। এ ছাড়া শাবিপ্রবিতে খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সবাই মিলে কাজ করা হচ্ছে।

এর আগে, বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে নতুন করে চারটি প্রস্তাবনা তুলে ধরেছেন শাবি শিক্ষার্থীরা। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউজে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন তারা। প্রতিনিধিদলের সদস্য শাহরিয়ার আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন চার প্রস্তাবনা হলো-

১. অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিণী অধ্যাপক ড. ইয়াসমিন হককে শাবির এমিরেটাস অধ্যাপক করা।

২. দেশের সব বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে প্রয়োজনীয় বাজেট বাড়ানো এবং সঠিক ব্যয় নিশ্চিতকরণ।

৩. বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম চালু করা।

৪. শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম পিএইচডিসহ ডেমো ক্লাসের ভিত্তিতে শিক্ষার্থীদের মতামত যাচাই করা।

বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল। মন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর আড়াইটায় ক্যাম্পাস থেকে রওনা দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে ছিলেন- মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর অর্ক, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App