×

আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়তে বললেন বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১:১০ এএম

মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়তে বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন/ ফাইল ছবি

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শঙ্কা বেড়ে যাওয়ায় সব মার্কিন নাগরিককে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি জানান, ইউক্রেনে রাশিয়া হামলা করলে সেখানে থাকা মার্কিন নাগরিকদের প্রতিরক্ষার জন্য তিনি সৈন্য পাঠাবেন না। দ্রুত পাল্টে যেতে পারে ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি। খবর স্কাই নিউজ ও বিবিসির।

এর আগে জানুয়ারি মাসের শেষদিকে মার্কিন রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছিলেন বাইডেন।

বরাবরের মতোই রাশিয়া বলে আসছে, তারা ইউক্রেনে হামলা করতে ইচ্ছুক নয়। যদিও বৃহস্পতিবার তারা বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালায় দেশটিতে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে ইউক্রেন সীমান্তে সৈন্য মোতায়েন করে রেখেছে রাশিয়া।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মনে করছে, যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App