×

চিত্র বিচিত্র

দুই বছর আগে চেয়ারে বসে মৃত্যু, জানতো না কেউ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩১ এএম

দুই বছর আগে চেয়ারে বসে মৃত্যু, জানতো না কেউ!

সোমবার ইতালির লেক কোমো এলাকার একটি বাড়ি থেকে ৭০ বছর বয়সী বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

একটি বাড়ি থেকে বিশ্রী একটি গন্ধ পেয়ে আসছিলেন ইতালির লেক কোমো এলাকার বাসিন্দারা। সেই বাড়ির মানুষকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। বাধ্য হয়ে তাই ফায়ার সার্ভিসকে ডাকা হলো। গত সোমবার (৭ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস এসে গন্ধের উৎস বের করতে শুরু করেছেন।

এত ডাকাডাকি, তারপরেও কেউ কথা বলছে না। ব্যাপারখানা কি? প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। কেউ কেউ ধারণা করতে শুরু করেছেন, বোধহয় কোনো প্রাণী মরে পড়ে আছে। কিন্তু ভেতরে গিয়ে ফায়ার সার্ভিসে কর্মীরা দেখলেন, চেয়ারে বসে আছে একটি কঙ্কাল। খবর সিএনএনের।

ওই কঙ্কাল থেকেই এতক্ষণ দুর্গন্ধ ছড়াচ্ছিলো। কোমো সিটি হলের শীর্ষ কর্মকর্তা ফ্রান্সেসকা ম্যানফ্রেডি বলেন, ৭০ বছর বয়সী ওই নারী বাড়িতে একাই থাকতেন। করোনা ও লকডাউনের কারণে খুব কমই বাইরে আসতেন। তার আত্মীয়-স্বজন বলতে কেউ নেই।

ফরেনসিক রিপোর্ট বলছে, দুই বছর ধরে একটানা চেয়ারে এভাবেই বসেছিলেন ওই নারী। তার কাছে কেউ না যাওয়ায় তার মৃত্যুর বিষয়টি কেউ টের পায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App