×

পুরনো খবর

সহকারী শিক্ষক পদবি সংশোধন প্রসঙ্গে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫২ এএম

মাধ্যমিক কিংবা প্রাথমিক বিদ্যালয়ের জনবল কাঠামোতে সহকারী শিক্ষক নামে পদ রয়েছে। একজন শিক্ষককে নিয়োগের শুরুতে সহকারী শিক্ষক পদে নিযুক্ত করা হয়। বিদ্যালয়ের জনবল কাঠামোতে একজন প্রধান শিক্ষক ও বাকিরা সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকেন। প্রতিষ্ঠানের প্রধান বা শিক্ষকদের প্রধান হিসেবে প্রধান শিক্ষক নিয়োজিত থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাকি শিক্ষকরা কাদের সহকারী? এই সব শিক্ষক তো কারো সহকারী হিসেবে চাকরি করছেন না! তাহলে কেন বাকি শিক্ষকরা সহকারী শিক্ষক পদবি নিয়ে চাকরি করতে হচ্ছে? তিনি তো একজন শিক্ষক হিসেবে চাকরি করছেন। তাহলে অযথা কেন বাকি শিক্ষকের পদবিতে সহকারী তকমাটি জুড়িয়ে দেয়া হয়? বিষয়টি তো এমনও হতে পারত- একজন নবাগত শুরুতেই শিক্ষক হিসেবে যোগদান করে পরে চাকরির বয়স অনুযায়ী সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করবেন। কিন্তু কোনোক্রমেই তার পদমর্যাদা সহকারী শিক্ষক হিসেবে থাকা উচিত নয়! প্রধান শিক্ষকের একজন সহকারী হতে পারে, যা মাধ্যমিকের জনবল কাঠামোতে সহকারী প্রধান শিক্ষক নামে একটি পদ রয়েছে। শিক্ষকদের কোনোভাবেই সহকারী শিক্ষক পদবিতে চিহ্নিত না করে শিক্ষক হিসেবে সম্মানিত করা উচিত। সুতরাং বিষয়টি নিয়ে ভাবার সময় হয়েছে, সহকারী শিক্ষক পদের নাম সংশোধন করে শিক্ষকদের মান-মর্যাদা বাড়ানোর। তাই একজন শিক্ষকের পদ হওয়া উচিত শিক্ষক এবং তা ক্রমান্বয়ে সিনিয়র শিক্ষক পদমর্যাদায় অধিষ্ঠিত হবে। গাজী আরিফ মান্নান – ফুলগাজী, ফেনী। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App