×

খেলা

মোহামেডানের কষ্টার্জিত জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭ পিএম

মোহামেডানের কষ্টার্জিত জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বৃহস্পতিবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপদ সীমানায় মোহামেডানের একটি আক্রমণ। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশের নিচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচে বসুন্ধরার বিপক্ষে দাপট দেখানো দলটির জয়যাত্রা রুখে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগে গতকাল দ্বিতীয় রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের প্রথম জয় পেয়েছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। লিগে মোহামেডান তাদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল শেখ রাসেলের বিপক্ষে।

উদ্বোধনী ম্যাচে দাপুটে ফুটবল উপহার দিয়েও স্বাধীনতা ক্রীড়া সংঘ দ্বিতীয় ম্যাচে ভালোভাবে দাঁড়াতেই পারেনি মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে। ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল সাদা-কালো জার্সিধারীরা। বল দখলে যেমন এগিয়ে ছিল তেমনি বারবার আক্রমণে উঠেছে দিয়াবাতেরা। প্রথমার্ধেই কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল মোহামেডান। ফিনিশিং ভালো করে দিতে না পারায় গোলের দেখাও পায়নি তারা। অন্যদিকে স্বাধীনতা ক্রীড়া সংঘ সে রকম আক্রমণেই যেতে পারেনি। শুরু থেকেই তারা ছিল ছন্দহীন। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্য অবস্থায়ই তাদের বিরতিতে যেতে হয়েছে। দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় সাদা-কালোরা। ৪৮ মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল মোহামেডান।

জাফরের ফ্রি কিকে হেড করেছিলেন ইয়াসিন। কিন্তু তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। একের পর এক আক্রমণ ব্যর্থ হলেও শেষদিকে সাফল্যের দেখা পায় সাদা-কালো জার্সিধারীরা। তাদের অপেক্ষার প্রহর শেষ হয় ৭৭তম মিনিটে। অধিনায়ক সুলেমান দিয়াবাতের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান । এরপর শেষ ১৫ মিনিট আরো ছন্দে থাকে মোহামেডান। লাল কার্ড দেখে স্বাধীনতা ক্রীড়া সংঘের হাসান মুরাদ মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় তারা। দশ জনের দল হয়েও স্বাধীনতা ক্রীড়া সংঘ শেষ কয়েক মিনিট বেশ চাপে রেখেছিল মোহামেডানকে। ৯৪ মিনিটে নাদির বেগের ফ্রি কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন মোহামেডানের গোলরক্ষক সুজন। এরপর কর্নার থেকে আসা বলে জটলা থেকে গোলের সুযোগও তৈরি হয়েছিল স্বাধীনতার। কিন্তু কাজে লাগাতে পারেনি। ৫ মিনিট ইনজুরি সময় দেখালেও খেলা হয়েছে আরো বেশি। ৯৭ মিনিটে আবারও ফ্রি কিক পায় স্বাধীনতা। এ যাত্রায়ও নাদির বেগের শট কর্নারের মাধ্যমে রক্ষা করেন মোহামেডানের গোলরক্ষক। শেষ পর্যন্ত মোহামেডানের ১-০ গোলের জয়ে শেষ হয় ম্যাচ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে মোহামেডান। আর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘ সপ্তম স্থানে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ছিল কুয়াশাময়।

চারদিকের পরিবেশে বয়ে যায় গুমোট আবহাওয়া। ব্যস্ত শহরও কনকনে শীতের কাঁপুনিতে স্থবির হয়ে ছিল পুরো দিন। এমন দিনে অধিকাংশ মানুষই ঘরে থাকতে পছন্দ করে। আবহাওয়ার এ রকম চাহিদাকে উপেক্ষা করেই মুন্সীগঞ্জের মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগের ম্যাচ। স্বাধীনতা ক্রীড়া সংঘ ও মোহামেডানের ফুটবলাররা এই ঠান্ডা আবহাওয়াকে কাজে লাগিয়ে দারুণ ফুটবল খেলেছেন। স্বাধীনতা ক্রীড়া সংঘ প্রিমিয়ার লিগের আসরে নবাগত ক্লাব।

২০০৫ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন সৈয়দ সাইফুর রহমান, ম্যানেজারের দায়িত্বে ছিলেন মাসুদ আলম জাহাঙ্গীর এবং কোচের দায়িত্বে আছেন মাসুদ আলম। স্বাধীনতা ক্রীড়া সংঘের মাঠের এগারো জনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সজল ইসলাম। গত বছর চ্যাম্পিয়নশিপ লিগ জিতে প্রিমিয়ার লিগের যোগ্যতা অর্জন করেছিল তারা। সজল ইসলামের নেতৃত্বে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ।

অস্কার ব্রুজনের বসুন্ধরা কিংসকে হারানোর পর কোচ মাসুদ আলম বলেছিলেন, বসুন্ধরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। ম্যাচের আগে ছেলেদের বলেছিলাম শুধু নিজেদের খেলাটা খেলতে। তবে চিন্তাও করিনি ম্যাচ জিততে পারব। মাঠের পারফরম্যান্স দিয়েই আজ ৩ পয়েন্ট পেয়েছি। সব কৃতিত্ব খেলোয়াড়দের। অন্যদিকে মোহামেডান পুরান ঢাকার বিখ্যাত ক্লাব। পূর্ব পাকিস্তান সময়কাল থেকেই মোহামেডানের যাত্রা শুরু হয়েছে। শিরোপার লড়াইয়ে নিজেদের ঝুলিতে কম অর্জন করেনি তারা। হাজারীবাগের এ ঐতিহ্যবাহী ক্লাবটি এ পর্যন্ত ১০ বার ফেডারেশন কাপ, তিনবার স্বাধীনতা কাপ, দুবার সুপার কাপ, ১৯ বার ঢাকা লিগ জিতেছে এবং জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দুবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App