×

সারাদেশ

মৃত ব্রয়লার মুরগি বিক্রি, তাড়াইলে ব্যবসায়ীকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৬ পিএম

মৃত ব্রয়লার মুরগি বিক্রি, তাড়াইলে ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইলে অসুস্থ ও মৃত মুরগি বিক্রির কারণে জরিমানা করা হয়েছে ব্যবসায়ীকে। ছবি: ভোরের কাগজ

কিশোরগঞ্জের তাড়াইলে বাজারে মাইকিং করে কম দামে অসুস্থ ও মৃত ব্রয়লার মুরগি বিক্রির জন্য ফার্মের মালিক মামুন মিয়া ও ব্যবসায়ী মো. ফরিদ উদ্দীনের কাছে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অসুস্থ ও মৃত ব্রয়লার মুরগি কম দামে বিক্রির জন্য সদর উপজেলায় মাইকিং করান মুরগি ব্যবসায়ী মামুন মিয়া। অসুস্থ ও মৃত মুরগি কম দামে বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে তাড়াইল বাজার মুরগির দোকানে ও জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামে বয়লার মুরগির ফার্মে অভিযান চালিয়ে অসুস্থ ও মৃত মুরগি জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন।

অভিযানে ১০০টি মৃত ও ৩০০টি অসুস্থ মুরগি জব্দ করা হয়। মৃত মুরগিগুলো কেরোসিন ঢেলে জনসম্মুখে মাটিতে পুতে রাখা হয় এবং অসুস্থ মুরগিগুলোকে প্রাথমিক চিকিৎসা দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নূরজাহান।তাছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অসুস্থ মুরগিগুলো বিক্রি না করার নির্দেশ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App