×

পুরনো খবর

নিপাহ ভাইরাস সম্পর্কে সচেতন হোন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৩ এএম

পৃথিবীতে নানান ভাইরাস রয়েছে। উপকারের পাশাপাশি কিছু কিছু ভাইরাস জনজীবনে বিপর্যয় ডেকে আনে। যেমন করোনা ভাইরাস। যার দাপটে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে আছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রজাতির ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আবার কিছু কিছু কোন দেশ বা মহাদেশজুড়ে বিস্তৃতি লাভ করে। তেমনি বাংলাদেশের জনজীবনে অপরিচিত এক ভাইরাসের নাম নিপাহ ভাইরাস। অপরিচিত বলার কারণ সাধারণ জনগণ এ ভাইরাস সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখে না। এমনকি যারা মেডিসিন রিলেটেড কাজের সঙ্গে সম্পৃক্ত তাদের অনেকেই এ সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে না। জনজীবনে খুব বেশি বিপর্যয় না আনলেও এই ভাইরাসের প্রভাব ভয়াবহ। যখন কেউ এই ভাইরাসের কবলে আক্রান্ত হয় তার বেঁচে থাকা মানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিগত ২ দশকে ৭১ শতাংশ মৃত্যু হয় এই ভাইরাসের আক্রমণে। ২০০১-২১ সালে ৩২২ জন আক্রান্ত হয়। মৃত্যুবরণ করে ২২৯ জন। সুতরাং মরণঘাতী এই ভাইরাসের আক্রমণ কতটা ভয়াবহ সেটা অকল্পনীয়। এমনকি যারা আক্রান্ত হয়েও বেঁচে থাকে তাদের ক্ষেত্রেও নানান বেগ পোহাতে হয় জীবদ্দশায়। নিপাহ ভাইরাস ছড়ায় একমাত্র শীত মৌসুমে এবং ছড়ানোর একমাত্র মাধ্যম কাঁচা খেজুরের রস। গ্রামীণ জনপদে শীত মৌসমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়। মাঝেমধ্যে এই রসে মুখ দেয় বাদুড়। অনেকে আনন্দে বা শীতের আমেজ পেতে গাছ থেকে নামিয়েই কাঁচা রস খেয়ে থাকে। অথচ এত ক্রিটিকাল একটা ভাইরাস নিয়ে নেই কোনো সচেতনতা, নেই কোনো প্রচার-প্রচারণা। সরকার পক্ষ থেকে কাঁচা রস খেতে না বলা সত্ত্বেও কেউই এ বিষয়ের কোনো কর্ণপাত করেননি। কর্ণপাত না করার একমাত্র কারণ এ সম্পর্কে অজ্ঞতা। সুতরাং নিপাহ ভাইরাস নিয়ে যথেষ্ট প্রচার-প্রচারণা চালাতে হবে গ্রামগঞ্জে এবং সবাইকে খেজুরের কাঁচা রস পান করার ব্যাপারে নিরুৎসাহিত করতে হবে। যেন কেউ এমন অনাকাক্সিক্ষত ঘটনার সম্মুখীন হয়ে নিজের জীবনকে অনিশ্চয়তার মধ্যে না ফেলে। মো. সায়েদ আফ্রিদী – শিক্ষার্থী, ঢাকা কলেজ। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App