×

সারাদেশ

ফটিকছড়িতে দুই ছাত্রীর প্রাণ কেড়ে নিলো চাঁদের গাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৪ পিএম

ফটিকছড়িতে দুই ছাত্রীর প্রাণ কেড়ে নিলো চাঁদের গাড়ি

বুধবার চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি বা জিপচাপায় নিহত হন দুই ছাত্রী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানবোঝাই একটি চাঁদের গাড়ি বা জিপচাপায় নিহত হয়েছেন দুজন স্কুলছাত্রী। অপর ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার পাইন্দং সিঅ্যান্ডবি মাঠের মোড়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থীর নাম মিশু আক্তার ও নিশা মনি। স্থানীয় পাইন্দং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন তারা।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দিন জানান, রাস্তা পার হওয়ার সময় চাঁদের গাড়ির চাপায় ওই দুই ছাত্রী গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এরপর ঘটনাস্থলে দায়িত্বশীল এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে আগুন দেয় উত্তেজিত জনতা। তবে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান গ্রহণ করে বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দিন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে পাইন্দং সিঅ্যান্ডবি মোড়ে হাইওয়ে পুলিশের কয়েকজন সার্জেন্ট ছিলেন। এসময় ধান নিয়ে রাইস মিলে যাওয়ার পথে একটি চাঁদের গাড়িকে থামার সংকেত দেন সড়কে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট।

কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর পথে তিন স্কুলছাত্রীকে চাপা দেয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App