×

রাজধানী

হাসপাতালের ক্যান্টিনে কফি মেকার বিস্ফোরণ, আহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৪ পিএম

হাসপাতালের ক্যান্টিনে কফি মেকার বিস্ফোরণ, আহত ৪

আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতাল

রাজধানীর আগারগাঁওয়ে একটি হাসপাতালের ক্যান্টিনে কফি মেকার বিস্ফোরণে রিয়াজ হোসেন (২৫) নামে এক কর্মচারী গুরুতর আহত হয়েছে। আর হালকা আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরো ৩জন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতালের পাশে ফুড সেন্টার নামে এই ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় রিয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার সহকর্মীরা।

আহতের সহকর্মী মো. জনি জানান, ক্যান্টিনটিনের বৈদ্যুতিক কফি মেশিনটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে রিয়াজ সহ রুবেল, হিরু ও আলমগীর আহত হয়। তারা সবাই সেখানকার কর্মচারী। রিয়াজের পেটে গুরুতর জখম হয়েছে।

শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতালের পাশে একটি টিনসেট ফুড সেন্টারে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তারা আহত হয়েছে। এদের মধ্যে রিয়াজ হোসেন নামে একজনের অবস্থা গুরুতর। সে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। ক্যান্টিনটি নায়ল চক্ষু হাসপাতালের বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App