×

বিনোদন

প্রত্যাশা ও প্রাপ্তির গল্পে 'একজন কবি আব্দুর রাজ্জাক'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৬ পিএম

প্রত্যাশা ও প্রাপ্তির গল্পে 'একজন কবি আব্দুর রাজ্জাক'

নাটক ‘একজন কবি আব্দুর রাজ্জাক’

গল্পে, একজন কবি কবিতা লিখেন তার আবেগ, অনুভূতি দিয়ে। প্রতিটি শব্দে, প্রতিটি বর্ণে কবির হৃদয় থেকে বেরিয়ে আসে তার হৃদয়ে লালিত প্রেম, ভালোবাসা, দেশপ্রেম, সামাজ ও রাষ্ট্রের কল্যাণ। কবি স্বপ্ন দেখেন তার লেখা একটি বই প্রকাশিত হবে, তার হৃদয়ের অনুভূতিগুলো ছড়িয়ে পড়বে বিশ্বময়।

কবি আব্দুর রাজ্জাকও স্বপ্ন দেখেন তার লেখা বই ছড়িয়ে পড়বে বিশ্বময়, তার সাক্ষাতকার মানুষ দেখবে টেলিভিশনের পর্দায়। কিন্তু কবি আব্দুর রাজ্জাকের স্বপ্ন পূরণ হওয়ার পথে দূর্ভাগ্যজনকভাবে ভেঙ্গে যায়। একজন কবির প্রত্যাশা ও প্রাপ্তি, স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে লেখা জনপ্রিয় কথাসাহিত্যিক জিল্লুর রহমানের ছোটগল্প অবলম্বনে তৈরি নাটক, একজন কবি আব্দুর রাজ্জাক।

নাটকটি পরিচালনা করেন তরুন প্রজন্মের নাট্য নির্মাতা এস আই সোহেল। নাটকটির চিত্রনাট্য করেছেন অনুপ বালা ও চিত্রগ্রহন করেছেন জয় আকাশ।

নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ফারজানা রিক্তা, শেলী আহসান, আমিন আজাদ, সাব্বির আহমেদ, দিয়া মনি, নিথর মাহবুব সহ অনেকে।

জানা গেছে, শীঘ্রই নাটকটি একটি টেলিভিশনে প্রচারিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App