×

সারাদেশ

সপ্তম ধাপের ইউপি নির্বাচন শেষ, চলছে গণনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৭ পিএম

সপ্তম ধাপের ইউপি নির্বাচন শেষ, চলছে গণনা

সোমবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। ছবি: সংগৃহীত

সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে এ নির্বাচন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন ভোট গণনা চলছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সপ্তম ধাপে দেশের ২০টি জেলার ২৪ উপজেলার ১৩৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হয়। ১৩৮ ইউনিয়নের মধ্যে ৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকি ১২৯টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এদিকে এ নির্বাচন চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাই, ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। সাতকানিয়ায় দুই পক্ষের সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App