×

আন্তর্জাতিক

বিশ্বে কমছে করোনায় আক্রান্ত-মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫১ এএম

বিশ্বব্যাপী করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন শনাক্তের পর থেকেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে রেকর্ডসংখ্যক। ওমিক্রন শনাক্তের আগে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমে এলেও ধরাধামে আবার তাণ্ডবনৃত্য শুরু করেছে এ ভাইরাস। কোনোভাবেই বশে আনা যাচ্ছে না শনাক্ত ও মৃত্যুর সংখ্যাকে।

বৈশ্বিক করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে দশটা পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৫৪৫ জনের দেহে। মোট মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৫৮ হাজার ৭০১ জনের। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৪৭ জন।

এর মধ্যে সোমবার শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫৮ হাজার ৩৮ জনের এবং মৃত্যু হয়েছে আরও ছয় হাজার ৩৪৬ জনের। সে তুলনায় রবিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ২২ লাখ ১৭ হাজার ৩৮৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছিলো আট হাজার ৩১৯ জনের। এদিক থেকে বিশ্বে কমছে করোনায় আক্রান্ত-মৃত্যু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App