×

সারাদেশ

সাতকানিয়ায় নৌকার প্রার্থীর বাড়ীতে হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩১ পিএম

সাতকানিয়ায় নৌকার প্রার্থীর বাড়ীতে হামলা

রবিবার বিকাল চারটার সময় নৌকা প্রতীকের প্রার্থী আবু তাহের জিন্নাহর বাড়িতে এ ঘটনা ঘটে। ছবি: ভোরের কাগজ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পশ্চিম ঢেমশা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু তাহের জিন্নাহর বাড়িতে এক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল চারটার সময় পশ্চিম ঢেমশা ইউনিয়নের আলী নগর খলিফা পাড়া এ ঘটনা ঘটে।

হামলায় বেশ কিছু চেয়ার ভাংচুর, অগ্নিসংযোগ ও নৌকার প্রার্থীসহ তার কর্মী সমর্থকদের আহত করা হয়। আওয়ামীলীগ প্রার্থী আবু তাহের জিন্নাহ নিজেই এ অভিযোগ করেন।

এই হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় আহতরা হলেন- আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের জিন্নাহ (৫০), আবুল কালাম (৩০), হুমায়ুন কবির।

সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আবু হাতের জিন্নাহ সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগ থেকে বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থী সন্ত্রাসী রিদুয়ানুল হক সুমনের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সশস্ত্র লোকজন বিকালে আমার বাড়িতে অর্তকিত হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আমার বসত ঘরে ব্যাপক ভাংচুর অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। নির্বাচনে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে আমার বসত ঘরে হামলা করেছে। পশ্চিম ঢেমশার মানুষ সন্ত্রাসীদের প্রতিহত করে শান্তির পক্ষে রায় দিবে।

হামলার বিষয়টি অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী রিদুয়ানুল হক সুমন বলেন, আমার এক এজেন্টকে নৌকার প্রার্থী তার বাড়িতে আটকে রাখলে তাকে উদ্ধার করতে সেখানে গিয়েছিলাম।

আগামীকাল সোমবার সকাল আটটা থেকে সাতকানিয়ার পশ্চিম ঢেমশাসহ ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App