×

খেলা

লতা মঙ্গেশকরের মৃত্যুতে মর্মাহত ভারতীয় ক্রীড়াঙ্গন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৪ পিএম

লতা মঙ্গেশকরের মৃত্যুতে মর্মাহত ভারতীয় ক্রীড়াঙ্গন

লতা মঙ্গেশকরের মৃত্যুতে রবিবার আহমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে শোকাহত ক্রিকেটাররা

লতা মঙ্গেশকরের মৃত্যুতে মর্মাহত ভারতীয় ক্রীড়াঙ্গন
লতা মঙ্গেশকরের মৃত্যুতে মর্মাহত ভারতীয় ক্রীড়াঙ্গন

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর রবিবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এদিন দুপুরেই প্রথম দল হিসেবে আহমেদাবাদে নিজেদের হাজারতম ওয়ানডে ম্যাচ খেলতে নামে ভারতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক এ মুহূর্তটা হয়তো আনন্দ-উৎসবের মাধ্যমেই স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন কোহলিরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শুরুর আগে লতা মঙ্গেশকরের মৃত্যুর সংবাদ শুনেই মাঠে নামতে হয়েছে তাদের। গোটা ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হাজারতম ওয়ানডের কথা ভুলে পুরো ভারত এখন লতার মৃত্যু শোকে কাতর। ‘স্বরকোকিলা’ নামে খ্যাত এ ভারতীয় কিংবদন্তি সংগীত শিল্পীকে শ্রদ্ধা জানাতে শোকের কালো বন্ধনী বাহুতে বেঁধে রবিবার মাঠে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা গণমাধ্যমে জানিয়েছেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কালো বাহুবন্ধনী পরে নামবেন ভারতীয় ক্রিকেটাররা। এদিন জাতীয় পতাকাও থাকবে অর্ধনমিত।’

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। সাত দশক ধরে ভারতীয় সংগীত অঙ্গন মাতিয়েছেন এ শিল্পী। মনে জায়গা করে নিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেকের। আর ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তার সম্পর্কটাও ছিল অন্যরকম। সঙ্গে নিজেও ছিলেন ক্রিকেট অনুরাগী। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুকে কেন্দ্র করে অনেক খেলোয়াড়ই দিয়েছেন শোকবার্তা।

[caption id="attachment_333578" align="aligncenter" width="700"] লতা মঙ্গেশকরকে জার্সি উপহার দিচ্ছেন শচীন টেন্ডুলকার[/caption]

ভারতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ টুইটারে লিখেছেন, ‘ভারতরত্ন লতা মঙ্গেশকর দিদির মৃত্যুতে শোকাহত। তার সুর ও গান অমর হয়ে রইবে। তার পরিবার, বন্ধুবান্ধব ও লাখ লাখ ভক্তের প্রতি আমার সমবেদনা।’

ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান খেলোয়াড় বিরাট কোহলি টুইটারে লিখেছেন, ‘লতাজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার সুমধুর গান বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছে। গান আর স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি আমার সমবেদনা।’

গৌতম গম্ভীর বলেছেন, ‘কিংবদন্তিরা অমর। তার মতো কেউ হবে না!’

ভারতীয় বোলার অনিল কুম্বলে বলেছেন, ‘লতাজির অবিনাশী কণ্ঠ আমাদের আজীবন অনুপ্রাণিত করে যাবে।’

ভারতের নারী দলের তারকা ক্রিকেটার মিতালি রাজ লিখেছেন, ‘ভারতের গানের পাখি লতা মঙ্গেশকরজির প্রয়াণে ভীষণভাবে শোকাহত। ভারতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তার কণ্ঠ আমাদের সবার মধ্যে চিরঞ্জীব হয়ে রইবে।’

ভারতীয় ফুটবলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও শোক প্রকাশ করে বলা হয়েছে, ‘ভারতের গানের পাখি, লতা মঙ্গেশকরের বিদায়ে আমরা শোকাহত। তার আত্মা চিরশান্তি পাক।’

[caption id="attachment_333582" align="aligncenter" width="700"] ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা রেখেছিলেন লতা মুঙ্গেশকর[/caption]

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই টুইটারে এ কিংবদন্তির বিদায়ে লিখেছে, ‘পুরো জাতির মতো বিসিসিআইও ভারতরত্ন শ্রীমতীকে হারানোর শোকে শোকাহত। সুরের রানী কয়েক দশক ধরে দেশকে বিমোহিত করেছেন। ভারতীয় ক্রিকেটকে সব সময় উৎসাহ জুগিয়ে এসেছেন। তিনি ভারতীয় দলের অনেক বড় সমর্থক ছিলেন। সমাজে সচেতনতা তৈরিতে সহায়তা করতে সংগীতকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তিনি।’

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করে বোর্ড। কিন্তু সংবর্ধনা দিতে যেয়ে দেখা যায় বোর্ডের তহবিলে পর্যাপ্ত অর্থ নেই। আর এই আয়োজনের জন্য লতা মঙ্গেশকর একটি কনসার্ট করেছিলেন। যেখানে ভারত বিশ্ব বিজেতা... গানটিতে লতার সঙ্গে কপিল-গাভাস্কাররাও গেয়েছিলেন। এই কনসার্টে সংগৃহীত হয়েছিল ২০ লাখ রুপি। কিন্তু লতা কোনো অর্থই নেননি। ৩৮ বছর পরে সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মর্মাহত হওয়ারই কথা ‘ভারতরত্ন’ এ শিল্পীর মৃত্যুতে।

গত জানুয়ারি মাসে করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর। তখন থেকেই ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। কোভিড নেগেটিভ হওয়ার পরে তার নিউমোনিয়া ধরা পড়ে।

তবে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। সম্প্রতি তার শারীরিক অবস্থার উন্নতিও হওয়ায় বন্ধ করা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্ট। চিকিৎসকরাও আশার আলো দেখাচ্ছিলেন সবাইকে। তবে শনিবার আবারো লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা জানান তার অবস্থা সংকটজনক। অবশেষে সবার আশঙ্কাই সত্যি করে ২৮ দিন হাসপাতালে ভর্তি থাকার পর আজ সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীতের এ কিংবদন্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App